সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণ কর্মবিরতি

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর ১৩ ও ১৬তম গ্রেডের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবী আদায়ের লক্ষ্যে গৃহীত ও বাস্তবায়িতব্য কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে পূর্ন কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), মৌলভীবাজার জেলা শাখা। ১৫ নভেম্বর রবিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুরু হওয়া এ পূর্ন কর্মবিরতি চলছে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। পূর্ন কর্মবিরতি পালণের সূচনা দিবসে বক্তব্য রাখেন- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ কাওছার, সহ-সভাপতি তপন কান্তি ধর ও সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান। বক্তারা বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর ন্যায়সঙ্গত দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি বিনীত আহবান জানান। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি তপন কান্তি ধর সূত্রে জানা গেছে- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর ১৩ ও ১৬তম গ্রেডের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে চলমান এ পূর্ন কর্মবিরতি কর্মসূচী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে দাবী মানা না হলে আগামী ৭ ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবে মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। পূর্ন কর্মবিরতিতে মৌলভীবাজার জেলা শাখার সকল কালেক্টরেট সহকারী উপস্থিত থাকছেন। এদিকে, কালেক্টরেট সহকারীদের পূর্ন কর্মবিরতির কারণে ক্রমশঃ স্থবির হয়ে পড়ছে জেলা প্রশাসকের কর্যালয়ের বিভিন্ন বিভাগের কার্যক্রম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com