মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি ডাকাতি প্রতিরোধে জনতাকে সাথে নিয়ে উপজেলাজুড়ে রাতভর পুলিশ-জনতা যৌথ মহড়া বের করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ মহড়া চলে। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এর নেতৃত্বে পুলিশ জনতার এ যৌথ মহড়া বের করা হয়। মহড়া দেয়ার পূর্বে ডাকাতি প্রতিরোধ মহড়া, রাত্রিকালীন পাহারাদারসহ বিভিন্ন পয়েন্টে নিয়োজিত থাকা স্বেচ্ছাসেবকদের মাঝে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকার রিপ্যাস্টিং জ্যাকেট, বাঁশি ও শুকনা খাবার বিতরণ করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক এর সার্বিক সহযোগিতায় মহড়ায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, উপ-পরিদর্শক মো.আল আমিন, মো. আলমগীর হোসেন, রোকনুজ্জামানসহ উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক জনতা। মহড়াটি শ্রীমঙ্গল থানা থেকে বের হয়ে উপজেলার আশিদ্রোন, শিববাড়ি, সিন্দুরখান, রামনগর মনিপুরী পাড়া, সবুজবাগ, শাপলাবাগ, ভাড়াউড়া চা বাগান, মৌলভীবাজার রোড, জেটি রোড, সুরভী পাড়া, বিরাহিমপুর, শ্যামলী আবাসিক এলাকা, ফুলছড়া চা বাগান, কালীঘাট চা বাগান, চকগাঁও, হুগলিয়া, মতিগঞ্জ বাজার, হবিগঞ্জ সড়ক, রেল স্টেশন এলাকা, রাধানগর, জেরিন চা বাগান, বিষামনি, এবং মোহাজেরাবাদসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এসে শেষ হয়।