সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

বরিশাল নগরের বিভিন্ন সড়কের ওপর সাদা রং এর sorry

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

বরিশাল নগরের বেশ কয়েকটি সড়কের ওপর রং দিয়ে ইংরেজীতে sorry লেখা একটি শব্দকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা কেনই বা এ লেখাটি লিখেছে তার কোন হদিস না মিললেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটিকে নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনার। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, লাইনরোড অর্থাৎ কোতোয়ালি মডেল থানার সামনের সড়কের দুটি স্থানে ইংরেজীতে সরি শব্দটি লেখা রয়েছে। এরপর চকবাজারের পুলের ওপর এবং নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন জিয়া সড়কে বেশ কয়েকটি স্থানে একইভাবে সরি শব্দটি লেখা রয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরা একটি ছবিতে সড়কের বাহিরে একটি দেয়ালেও একইভাবে সরি লেখা শব্দটিকে দেখা গেছে। তবে কে বা কারা এবং কেন এ লেখাটি লিখেছে তা জানাতে পারেনি স্থানীয়রা। চকবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা নুরুল আমিন জানান, প্রথমে তার চোখে চকবাজারের পুলের ওপর থাকা লেখাটি চোঁখে পরে। এরপর মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার পেছনের গেট সংলগ্ন সড়কে পর পর দুটি স্থানে ইংরেজীতে সরি লেখা শব্দটি দেখতে পান। আর সব লেখাতেই সাদা রংয়ের ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তুলি নয় স্প্রে দিয়ে রং করে এটি লেখা হয়েছে। স্থানীয় যুবদের ধারণা কারো অভিমান ভাঙ্গাতেই কেউ হয়তো বা এমন লেখাটি লিখেছেন। কেই বা বলছেন এটি কোন এক ক্রেজি লাভারের কাজ। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও চলছে আলোচনা-সমালোচনার ঝড়। ফেসবুকে সড়কে সরি লেখার ছবি দিয়ে নাজমুল হাসান নামে একজন লিখেছেন “বরিশালে কোন এক পাগল লাভারের কাজ! প্রিয় মানুষটার রাগ ভাঙ্গানোর জন্য সে জিয়া সড়ক একতা সরনী থেকে সরি লেখা শুরু করেছে, এই সরি সদর রোড পর্যন্ত দেখা গেছে। এই সরির শেষ কোথায় হইছে জানানেই, কে কার জন্য লিখছে সেটাও কেউ জানে না, রাগ করে যেন কারো প্রিয় মানুষ হারিয়ে না যায়, দোয়া রইল, পূর্ণতা পাক তার ভালোবাসা। তবে এটাকে গুরুত্বের সহিত দেখার আহবান জানিয়েছেন সুশীল সমাজ। বরিশালের সিনিয়র সাংবাদিক ও লেখক আনিসুর রহমান খান স্বপন বাংলানিউজকে বলেন, এ লেখার পেছনের কারণ কি? কেন লেখা হয়েছে? তা খতিয়ে দেখা উচিত আইন-শৃঙ্খলা বাহিনীর। এটি সামাজিক ভাবে বিভ্রান্ত করার জন্যও হতে পারে কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীকেও বিভ্রান্ত করার জন্য হতে পারে। আবার রাজনৈতিক কোন বিষয়ও থাকতে পারে তাই বিষয়টি খতিয়ে দেখা উচিত। আর বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com