রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

কোরবানি ঈদেও জমজমাট দেশীয় ওটিটি

বিনোদন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

কোরবানির ঈদ মানেই বাড়তি আনন্দ আর বিনোদনের রসদ। সেই আনন্দকে দ্বিগুণ করতে প্রস্তুত দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলো। এবারের ঈদে আসছে দুইটি নতুন ওয়েব সিরিজ, তিনটি নতুন সিনেমা এবং চারটি আলোচিত ছবির ডিজিটাল প্রিমিয়ার। গল্পের বৈচিত্র্য, নির্মাণের মুন্সিয়ানা আর তারকাবহুল উপস্থিতিতে ঈদ উৎসব হয়ে উঠছে আরও রঙিন।
আইস্ক্রিন রঙিন সিনেমা ও সিরিজে
ঈদে আইস্ক্রিনে থাকছে ভিন্ন স্বাদের তিন কনটেন্ট। তার একটি ‘পার্টি’। রিয়াদ মাহমুদের পরিচালনায় এই ডার্ক কমেডি থ্রিলারে খালি বাসায় পার্টি করতে গিয়ে বিপাকে পড়ে কয়েক বন্ধু। অভিনয়ে আছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ প্রমুখ। এটি মুক্তি পেয়েছে ১ জুন।
‘নীলপদ্ম’ নামের সিনেমায় যৌনকর্মীদের জীবন, অধিকার ও পরিচয়ের গল্প দেখা যাবে। তৌফিক এলাহির এই সিনেমায় নীলা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আরও আছেন রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু ও শাহেদ আলী। সিনেমাটি আগে প্রদর্শিত হয়েছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার দেখা যাবে ঈদের দিন থেকে, ঘরে বসেই।
‘পাপ কাহিনী’ নামের তিন পর্বের এই ওয়েব সিরিজে দেখা যাবে স্বামী-স্ত্রীর সম্পর্ক, প্রতারণা আর প্রতিশোধের গল্প। অভিনয়ে রয়েছেন শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, মৌসুমী মৌ ও তানজিয়া জামান মিথিলা। এটি দেখা যাবে ঈদের তৃতীয় দিন থেকে।
দীপ্ত প্লেতে ‘হাইড এন সিক’
এক তরুণীর রহস্যময় দুর্ঘটনা ও এক তারকা অভিনেতার অজানা অধ্যায়ের পেছনের সত্য উদঘাটনের গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে অভিনয় করেছেন তানজিন তিশা, দীঘি, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও চমক।
বঙ্গতে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’
দীর্ঘ আড়াই বছর পর নতুন মৌসুম নিয়ে ফিরছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। পরিচালনায় আছেন কাজল আরেফিন অমি। এবার শুধু টিভি ও ইউটিউব নয়, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতেও দেখা যাবে নাটকটি। ঈদের দিন একসঙ্গে মুক্তি পাচ্ছে ৮টি পর্ব। এরপর প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার আসবে নতুন ৮টি করে পর্ব। অভিনয়ে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা প্রমুখ।
হইচইয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’
আটটি বিয়ে করে জীবনকে জটিল করে তোলা এক ট্রাক ড্রাইভারের গল্প নিয়ে আসছে অমিতাভ রেজা চৌধুরীর নতুন সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। আব্বাস চরিত্রে মোশাররফ করিমের অভিনয় থাকবে কেন্দ্রীয় আকর্ষণে। তাঁর বিপরীতে আট বউয়ের চরিত্রে থাকছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। সিরিজটি হইচইয়ে মুক্তি পাবে ৫ জুন।
এই ঈদে চরকি নতুন কনটেন্ট না আনলেও থাকছে ডিজিটাল প্রিমিয়ারে চমক। রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত চারটি আলোচিত সিনেমা এবার দেখা যাবে এই প্ল্যাটফর্মে। সেগুলো হলো ‘বরবাদ’, ‘জংলি’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com