দৈনিক সংগ্রামের রোটারী মেশিন সহকারী অপারেটর জনাব ইউনুস আলম সিদ্দিকী ভাই গতকাল সোমবার ২৩ জুন, সকাল আনুমানিক সাড়ে আটটার সময় রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সড়ক দূর্ঘটনায় দৈনিক সংগ্রাম এর রোটারী মেশিন সহকারী মোঃ ইউনুছ আলম সিদ্দিকী না ফেরার দেশে চলে গেছেন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল পূর্ব থানার সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল সোমবার (২৩ জুন) সকালে মীরবাগ মহল্লায় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে এবং পরবর্তীতে ইনসাফ বারাকাহ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৮ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন শেরাল গ্রামে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পালকপুত্র সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযার নামায দৈনিক সংগ্রাম কার্যালয়ে গতকাল সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। বরিশালের আগৈলঝাড়া থানাধীন শেরাল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম মোঃ ইউনুছ আলম সিদ্দিকী ১৯৮৭ সালের ২৩ ডিসেম্বর থেকে মৃত্যু পর্যন্ত দৈনিক সংগ্রামের বিভিন্ন বিভাগে সততা, দক্ষতা ও সুনামের সহিত চাকুরী করেছেন। মহান আল্লাহ মরহুমের জীবনের ভুলত্রুটি সমূহ ক্ষমা করে দিন এবং নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং ত্াঁর পরিবারের সদস্যদের ধৈর্য্যধারণের তৌফিক দান করুন।