রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

‘উৎসব’ সিনেমার টিমকে যা বললেন ফারুকী

বিণোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এরমধ্যে দর্শকদের আগ্রহের তালিকায় আছে একঝাঁক তারকা নিয়ে নির্মিত ‘উৎসব’ সিনেমাটি। অ্যাকশন, ভায়োলেন্সে ভরপুর ঈদের সিনেমাগুলোর ভিড়ে পারিবারিক আমেজের এই সিনেমাটি দেশের দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে।
ছবিটি মুক্তি পেয়েছে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্র-কানাডার ৩৭টি হলে ‘উৎসব’ চলছে। সেখানেও ভালোই দাপুট দেখাচ্ছে ‘উৎসব’।
এবার ছবিটির সাফল্যে অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার মোস্তফা সরয়ার ফারুকী। আজ বুধবার (২৫ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‘অভিনন্দন ‘উৎসব’ টিমকে। চলচ্চিত্রকে সহজ ও প্রাণবন্ত করে তোলার জন্য। মানুষের মুখে ছবিটির প্রশংসা শুনে খুব ভালো লাগলো। আমার সহযোদ্ধাদের (কমরেডদের) জন্য গর্বিত।’
পোস্টের মন্তব্যের ঘরে ‘উৎসব’ সিনেমার পরিচালক তানিম নূর উপদেষ্টা ফারুকীকে ধন্যবাদ জানিয়েছেন। মন্তব্যের ঘরে এই পরিচালক লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা প্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ভাই।’
‘উৎসব’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com