মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ উদ্বোধন করেন মেজর অব. মেসবাহুল ইসলাম ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ‘হাস্যকর’ : ট্রাম্প ফ্রান্সে বাংলাদেশ দেশ কমিউনিটির সমাবেশ ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ এবার ভারতীয় মিডিয়ায় ড. ইউনূস বন্দনা! নেপথ্যে কী? অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা সেন্টমার্টিন-টেকনাফে পানিবন্দি দুই হাজার মানুষ কেউ কেউ সীমা লঙ্ঘন করেছেন, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে রাষ্ট্র সংস্কারের সব বিষয়ে আমরা একমত হবো না: আলী রীয়াজ নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল শুধু এশিয়া না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিতে চাই: ঋতুপর্ণা

একবারে ফুল করবেন বাইকের ট্যাঙ্ক নাকি একটু খালি রাখবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

অনেক বাইক চালকই পেট্রোল পাম্পে গিয়ে দ্বিধায় পড়ে যান, ট্যাঙ্ক একদম ‘ফুল’ করবেন, নাকি কিছুটা খালি রাখবেন। বিষয়টি শুধু খরচের প্রশ্ন নয়, বরং বাইকের ইঞ্জিন, পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ীতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
একবারে ফুল ট্যাঙ্ক করাটা সবসময় খারাপ নয়, তবে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। সর্বোত্তম পন্থা হচ্ছে ট্যাঙ্ককে প্রায় পূর্ণ রাখা, কিন্তু একদম কানায় কানায় না ভরা।
এতে বাইকের ইঞ্জিন ভালো থাকবে, নিরাপত্তাও বজায় থাকবে এবং অপ্রয়োজনীয় জ্বালানি অপচয়ও কমবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
একবারে ফুল ট্যাঙ্ক করার সুবিধা
১. ঘন ঘন পাম্পে যেতে হয় না
ফুল ট্যাঙ্ক করলে অনেকদিন আর পেট্রোল নিয়ে ভাবতে হয় না। বিশেষ করে দীর্ঘ রুটে যাত্রার জন্য ভালো।
২. পেট্রোল ভরে কনডেনসেশন রোধ
ট্যাঙ্কে বেশি খালি জায়গা থাকলে ভেতরে আর্দ্রতা জমে পানির বাষ্প তৈরি হতে পারে, যা পরে জ্বালানির সঙ্গে মিশে ইঞ্জিন ক্ষতি করতে পারে। ফুল ট্যাঙ্ক এই ঝুঁকি কমায়।
৩. জ্বালানির চাপ স্থির থাকে:
ট্যাঙ্ক ভর্তি থাকলে জ্বালানি সাপ্লাইয়ে কোনো বাধা থাকে না, যা ইঞ্জিনের কর্মক্ষমতা বজায় রাখে।
একদম ফুল ট্যাঙ্ক করলে যে সমস্যা হতে পারে
১. বাইকের ওজন বেড়ে যায়
পেট্রোল ভারী তরল। পুরো ট্যাঙ্ক ভর্তি হলে বাইকের ওজন কিছুটা বাড়ে, যা হ্যান্ডলিংয়ে প্রভাব ফেলতে পারে।
২. বিস্তারে গরমে পেট্রোল ছলকে পড়তে পারে
খুব গরম আবহাওয়ায় বা রোদে বাইক দাঁড় করালে পেট্রোল বিস্তার লাভ করে, এবং ট্যাঙ্ক পুরো ভর্তি থাকলে ওভারফ্লো হতে পারে। এতে আগুন লাগার ঝুঁকিও থাকে।
৩. ইভাপোরেশন কন্ট্রোল ডিভাইস নষ্ট হতে পারে
নতুন বাইকগুলোর ইভাপোরেশন কন্ট্রোল সিস্টেম থাকে, ট্যাঙ্ক অতিরিক্ত ভর্তি হলে সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
সঠিক নিয়ম কী হওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে,
>> ট্যাঙ্ক ৯০–৯৫ শতাংশ পর্যন্ত ভরা নিরাপদ ও বুদ্ধিমানের কাজ।
>> পেট্রোল দেওয়ার সময় পাম্প কর্মীকে বলতে পারেন। ‘অটো কাট’ এ থামিয়ে দিন। এতে অতিরিক্ত পেট্রোল ঢুকবে না।
>> খুব গরম দিনে বা রোদে রাখা অবস্থায় বাইক ফুল ট্যাঙ্ক না করাই ভালো।
>> দীর্ঘ সময় বাইক চালানো না হলে পুরো ট্যাঙ্ক ভর্তি না রাখাই উত্তম (কারণ পেট্রোল পুরোনো হয়ে গন্ধ ছড়াতে পারে)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com