শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

সবার উচিত উস্কানিমূলক বক্তব্য পরিহারে সচেতন থাকা: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে পক্ষ-বিপক্ষ দু’দলই মন্তব্য করছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাস্কর্যকে সমর্থন করতে গিয়ে অনেকে বিভিন্ন সময়ে আলেম সমাজকে আক্রমণাত্মক মন্তব্য করে বসছেন। এ ধরনের মন্তব্য না করার পরামর্শ দিয়ে নিজ ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আসিফ নজরুল। গতকাল সোমবার একটি পোস্টের মাধ্যমে তিনি মন্তব্য প্রকাশ নিয়ে আলেমদের উদ্যেশে আপত্তিকর মন্তব্যকারীদের নিন্দা জানিয়েছেন। দৈনিক খবরপত্রের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু নিচে দেয়া হলো-

‘কোনটা ভাস্কর্য, কোনটা মূর্তি, এ নিয়ে কারো বক্তব্য থাকতে পারে। এ নিয়ে কোরআন-হাদীসের ব্যাখ্যাও দিতে পারেন কেউ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ব্যাখ্যাটা দিতে হবে ভালো করে জেনে। অতি সামান্য কিছু পড়ে বা এর-তার থেকে শুনে মনমতো ব্যাখ্যা দেয়ার বিষয় এটি না। এ বিষয়ে কথা বলতে গিয়ে দেশের আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা অত্যন্ত দুঃখজনক। এর নিন্দা জানাই। আমাদের কথা বলতে হবে কারো বক্তব্য নিয়ে। বক্তব্যের উত্তর দেয়ার নামে বক্তার চরিত্র হনন বা তাকে হুমকি দেয়া অপরাধমূলক কাজ। রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, আলেম সমাজ সবার উচিত উস্কানিমূলক বক্তব্য পরিহারে সচেতন থাকা।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com