চুরি যাওয়া গয়নার মধ্যে রয়েছে নেপোলিয়নের স্ত্রীর জন্য উপহার দেয়া হীরা ও পান্নার নেকলেস, সম্রাজ্ঞী ইউজেনির মুকুট ও টায়রা, এবং রানি মেরি-অমেলির কিছু গয়না। পালানোর সময় চোরেরা ইউজেনির একটি মুকুট ফেলে যায়।
ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দিনের আলোয় দুর্র্ধষ ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া গয়নাগুলোর মূল্য ৮৮ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকা। এ তথ্য জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর লর বেকুউ। তবে তার মতে, অর্থের দিক দিয়ে নয়, আরো বড় ক্ষতি হয়েছে ফ্রান্সের ঐতিহ্যের। খবর রয়টার্স।
রোববার সকালে জাদুঘর খোলার পরপরই এই ঘটনা ঘটে। পাওয়ার টুলস হাতে চোরেরা মাত্র সাত মিনিটেরও কম সময়ে লুটপাট চালিয়ে চলেও যায়।।
চুরি যাওয়া গয়নার মধ্যে রয়েছে নেপোলিয়নের স্ত্রীর জন্য উপহার দেয়া হীরা ও পান্নার নেকলেস, সম্রাজ্ঞী ইউজেনির মুকুট ও টায়রা, এবং রানি মেরি-অমেলির কিছু গয়না। পালানোর সময় চোরেরা ইউজেনির একটি মুকুট ফেলে যায়।
চারজন মুখোশধারী একটি যান্ত্রিক লিফটসহ ট্রাক ব্যবহার করে সেইন নদীর কাছে অবস্থিত গ্যালারি ডি’অ্যাপোলোঁয় প্রবেশ করে। তাদের মধ্যে দুজন ব্যাটারিচালিত ডিস্ক কাটার দিয়ে কাঁচের জানালা কেটে ভেতরে ঢোকে এবং রক্ষীদের হুমকি দিয়ে দর্শকদের সরিয়ে নিতে বাধ্য করে।
প্রসিকিউটর বেকুউ আশা প্রকাশ করেছেন যে, গয়নার আনুমানিক মূল্য ঘোষণা করলে চোরেরা তা ধ্বংস করার আগে দু’বার ভাববে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, গহনা গলিয়ে ফেললে চোরেরা সম্পূর্ণ মূল্য পাবে না।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ঐতিহাসিক গয়নাগুলো হয়তো এরইমধ্যে ভেঙে বা গলিয়ে ফেলা হয়েছে। (বর্তমান বিনিময় হার অনুযায়ী, ১ ইউরো= ১৪১ টাকা ৭৭ পয়সা ধরে)