দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮২ জনে। করোনাভাইরাসে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ৩০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৩৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে এসব আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। তবে দেশে করোনা সংক্রমণ কমেছে।
স্বাস্থ্য বুলেটিনে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার কমলেও আজকে ৩ জন মারা গেছেন। ঢাকার একজন, বাইরের দুইজন। মৃতদের মধ্যে ৩০-৪০ বছরের মধ্যে একজন, ৫০-৬০ বছরের মধ্যে ২ জন।
প্রসঙ্গত দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমআইপি/প্রিন্স/খবরপত্র