রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

শ্রীমঙ্গলে এম এস বি ইসলামিক সেন্টারের শিক্ষা সফর

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের শ্রমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ এম এস বি ইসলামিক সেন্টারের উদ্যোগে হিফজুল কুরআন বিভাগের অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর গতকাল অনুষ্ঠিত হয়েছে। এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সার্বিক তত্তাবধানে গতকাল সকাল সাড়ে ৯টায় শ্রীঙ্গল থেকে কমলগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়ে কমলগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন স্পট মাধবপুর লেক ঘুরে শ্রীমঙ্গলের বাইক্কা বিল অভয়াশ্রম এবং ঐতিহ্যবাহী বরুণা টাইটেল মাদরাসাস্থ হজরত শায়খে র্বণভী (রাহ.) এর কবর জিয়ারত করে সন্ধা ৭টায় এম এস বি ইসলামিক সেন্টারে শিক্ষার্থীরা ফিরে আসে। প্রাণবন্ত শিক্ষা সফরে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী সাব ইন্সপেক্টর মো. নোয়াব আলী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও লেখক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, আখাউড়ার মা মেডিসিন এর সিইও মোঃ জাকির হোসেন, শেখ মোঃ শাহিন আলম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, এম এস বি ইসলামি সেন্টারের শিক্ষক হাফেজ তাফাজ্জল হুসাইন শাহিন, মাওলানা শাহ আলম, হাফেজ আব্দুল হাকিম এবং জুনেদ আহমদ চৌধুরী। শিক্ষা সফরের কর্মসূচির অর্ন্তভূক্ত ছিলো সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, হাড়ি ভাঙা খেলা ও পুরসকা বিতরণ। সমাপনী অধিবেশনে বক্তার বলেন- ‘মানুষকে সৎ স্বভাব সম্বন্ধে অবহিত হতে এবং নিজেদের খারাপ বা মন্দ স্বভাব সংশোধনের উদ্দেশ্যে ভ্রমণ করা উচিত। মানুষ যখন নিজ গন্ডির মধ্যে অবস্থান করতে থাকে তখন মানুষ নিজেকে একটি নিজস্ব গন্ডির মাঝে ভালো ও সৎ স্বভাব বলে মনে করে। ভ্রমণে বের হলে মানুষের চরিত্রের গুপ্ত আবরণ খসে পড়ে এবং নিজের সংশোধনের দ্বার উন্মোচিত হয়। তারা আরো বলেন শিক্ষা সফর মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মানবজাতি দেশ হতে দেশান্তরের খবর জানতে পেরেছে এ শিক্ষা সফরের মাধ্যমে। অজানাকে জানার জন্যে, অদেখাকে দেখার জন্যে, পরিচিত গন্ডির বাইরে অপরিচিত জগৎটাকে দেখার জন্যে। অন্তরের আকুল আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দেশ বিদেশের ঐতিহাসিকরা একের পর এক দেশ সফর করে মানবসভ্যতার ইতিহাস রচনার যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেমনি বিশ্ব সাহিত্যকেও সমৃদ্ধ করেছেন। ভ্রমণ মানুষের সুপ্ত প্রবৃত্তির বিকাশ ঘটায়, জ্ঞানের দ্বার উন্মোচন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com