বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেক্রেটারি জেনারেল সাইফুল ইসলাম দিলদারের জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১০ জানুয়ারী) সকালে কুমিল্লার লাকসামে রেডিসন চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান রোম্মানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি কাজী মাসউদ আলম, সহ-সভাপতি কবির হোসেন মানিক, সাধারণ সম্পাদক মোরশিদুর রহমান সোহেল। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা বৃহত্তর আঞ্চলিক শাখার যুগ্ন সম্পাদক আব্দুল আউয়াল, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, ওমর ফারুক, দোলোয়ার হোসেন মনির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফিরোজ, দপ্তর সম্পাদক প্রফেসর ওবায়েদ উল্লাহ, হুমায়ুন কবির মানিক, লাকসাম শাখার নির্বাহী সভাপতি মোঃ আহসান উল্লাহ, পৌরসভা সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, মোহাম্মদ আহসান উল্লাহ, নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি প্রফেসর মাসুদুর রহমান, জাহাঙ্গীর আলম, ছায়েদ আহমেদ, তসলিম উদ্দিন সহ বৃহত্তর আঞ্চলিক শাখা, উপজেলা ও পৌরসভার শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান রোম্মান পরে প্রতিষ্ঠা বার্ষিকী ও সেক্রেটারি জেনারেল সাইফুল ইসলাম দিলদারের জন্মবার্ষিকীর কেক কেটে উপস্থিত সকলের মধ্যে বিতরণ করেন।