শাহজাদপুরে ২টি ইটভাটার ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, গত সোমবার বিকেলে উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদাহ গ্রামে ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ছারপত্র না থাকায় সৌরভ এন্টার প্রাইজ ও এম,এন, সি ব্রিক নামক দুটি ইটভাটার ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা আদায় করেন।এসময় একই ইউনিয়নের মাকরকোলা গ্রামে আরো দুটি ইট ভাটার ছারপত্র না থাকায় এবং সনাতন পদ্ধতিতে ভাটা পরিচালনা করার দায়ে কে এ এম ব্রিক ও কথা এন্টার প্রাইজ নামক এ দুটি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে এ ভ্রাম্যমান আদালত। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সাথে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার সহকারি পরিচালক নুরে কুতুব সিদ্দিক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন ও পুলিশ প্রশাসন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার সাংবাদিকদের বলেন, শাহজাদপুর উপজেলায় প্রায় ১৭ টি ইটভাটা রয়েছে সময় সল্পতার কারনে সব ভাটাতে অভিযান চালাতে পারছিনা তবে পরবর্তীতে বাকি ভাটাগুলোতে অভিযান চালানো হবে।