গাজীপুরের শ্রীপুরে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নূরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকায় প্রায় এক হাজার মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি আইয়ুব হাসান ভূঁইয়া, শিশু সাহিত্যিক জয়নুল আবেদীন স্বপন, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, প্রভাষক সাজেদুল ইসলাম সুরুজ, শামীম চক্ষু হাসপালের এমডি সাখাওয়াত হোসেন শামীম, মাওনা ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক ছাইদুল ইসলাম, মাওনা ইউনিয়ন আ.লীগ নেতা অ্যাড. রেজাউল করিম রোজবেল, ইউনিয়ন যুবলীগ নেতা উজ্জ্বল হোসেন বিএ প্রমুখ।