রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ৪ ব্যবসায়ীর জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতারবাজার ও ময়েনদিয়া বাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

জানা যায়, মঙ্গলবার (১৪.০৪.২০) উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজারে দোকান খোলা রাখায় কসমেটিক্স ব্যবসায়ী বিশ্বজিতকে ২ হাজার, নজরুল ইসলামকে ৫শ, স্বর্ণ ব্যবসায়ী সুজন দেবনাথকে ১ হাজার ও পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের ব্যবসায়ী শুশান্ত কুমারকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ২০১৮ সালের ১৮৮ ধারায় জরিমানা করা হয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com