সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

পাবনার বেড়া উপজেলা আ’লীগের সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

ত্রাণের চাল চুরিতে অভিযুক্ত পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেয়ায় কেন্দ্রের নির্দেশে পাবনার বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামীলীগ। বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হত টুকুর ভাই ও বেড়া পৌরসভার মেয়র।

আজ মঙ্গলবার বিকেলে পাবনা জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি অব্যহতি পত্রে স্বাক্ষর করেন।

পাবনা জেলা আওয়ামী লীগ সুত্রে জানা যায়, পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোরবান আলী সরদার কে সোমবার রাতে ২২৯ বস্ত্রা সরকারি ত্রাণের চালসহ আটক করে র‌্যাব। এ ঘটনায় ঢালারচর ইউপি চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেয় আব্দুল বাতেন।

কোরবানের আটককে প্রশাসনের ষড়যন্ত্র আখ্যা দিয়ে কোরবানকে মুক্ত করার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে আব্দুল বাতেনকে বেড়া উপজেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যহতি দেয় পাবনা জেলা আওয়ামী লীগ।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com