শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

বরিশালের ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে হাট বাজার গুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার(১৫এপ্রিল) বেলা ১১ টায় বরিশাল নগরীর পোর্টরোড, চকবাজার, নতুন বাজার সাগরদী বাজার ও চৌমাথা বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছেন ট্রাফিক ডিসি মোঃ জাকির হোসেন মজুমদার।

এ সময় তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ ও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।নগরীর পোর্টরোর্ডে দিনের বেলায় শুধু মাছ ব্যাতীত তরমুজের ট্রাক প্রবেশ বন্ধ করেদেয়া হয়েছে। এ ছাড়াও চক বাজার এলাকায় অনওয়ে চালু করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে নগরীতে অতিরিক্ত জনসমাগম কমে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান,টি আই আঃ রহিম,সার্জেন্ট রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com