শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

কোটালীপাড়ায় অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ, বোরো আবাদ ব্যাহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে ব্যহত হচ্ছে বোরো আবাদ। এই অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের ফলে চলতি বোরো মৌসুমে প্রায় ২শত বিঘা জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন করা না গেলে এই ২শত বিঘা জমিতে এ বছর বোরো আবাদ সম্ভব নয় বলে ভুক্তভোগী চাষিরা জানিয়েছেন। জানাগেছে, চলতি অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রাম থেকে ডুমুরিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা মাটি দ্বারা নির্মাণ করা হয়। পরবর্তীতে এই রাস্তাটি এইচবিবি করা হয়। কিন্তু এই রাস্তাটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখার কারণে দক্ষিণ শুয়াগ্রামের বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে চলতি বোরো মৌসুমে প্রায় ২শত বিঘা জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। শুয়াগ্রামের কৃষক কিনারাম বৈদ্য, গবিন্দ বৈদ্য, ভগিরত বৈদ্য বলেন, প্রতি বছর আমাদের এ সময়ে জমিতে ধান রোপন শেষ হয়ে যায়। কিন্তু এ বছর বিলে পানি থাকার কারণে এখন পর্যন্ত আমরা ধান রোপন করতে পারিনি। আমাদের এলাকার অধিকাংশ পরিবারেই এই বিলে জমি রয়েছে। এ বছর যদি আমরা বোরো আবাদ না করতে পারি তাহলে আমাদের আগামী বছর খাদ্য কষ্টে পড়তে হবে। শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ^র বৈদ্য অনুপ বলেন, দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে এলাকার প্রায় শতাধিক পরিবার বোরো আবাদ থেকে বঞ্চিত হবে। এ সকল পরিবার এই বোরো আবাদের উপরই নির্ভরশীল। তাই দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় প্রসাশনের কাছে দাবি জানাচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, ওই রাস্তাটি নির্মাণের সময় কয়েকটি কালভার্ট ধরাছিল। আশা করছি কালভার্টগুলো দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হবে। কালভার্টগুলো নির্মিত হলে কৃষকদের বোরো আবাদে আর কোন সমস্যা থাকবেনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com