বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে প্রায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ সনাক্ত হয়েছে। বুধবার বিকাল তিনটার দিকে রোগীর বাড়িসহ আশেপাশের ১৬ বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ওই সময় বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ কান্তি রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান সহ সংশ্লিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ রোগীর বাড়ি পরিদর্শন করেন। তাঁরা রোগীকে বাড়িতে বিশেষ ব্যবস্থাপনায় রেখে চিকিৎসাসহ সকল প্রকার সেবার ব্যবস্থা গ্রহণ করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ওই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, করোনা ভাইরাস শনাক্ত হওয়া ওই ব্যক্তি মাদারীপুরের একটি মসজিদে ইমামতি করতেন। গত ৯ এপ্রিল তিনি চিতলমারী সদর ইউনিয়নের পাটরপাড়া গ্রামের বাড়ীতে আসেন। তার হালকা জ্বর কাশির লক্ষণ দেখা দিলে এলাকার লোকজন উপজেলা প্রশাসনকে খবর দেয়। গত ১১ এপ্রিল করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ এপ্রিল সন্ধ্যার দিকে তার রিপোর্ট পজেটিভ আসে।
অপরদিকে, খুলনা মেডিকেল কলেজর (খুমেক) উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর মেশিনে ওইদিন (১৪ এপ্রিল) ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে একটি। শনাক্ত হওয়া ওই রোগীর বাড়ি বাগেরহাট জেলার চিতলমারীতে। এ রোগী শনাক্তের মধ্যদিয়ে করোনা আক্রান্ত জেলার মধ্যে যুক্ত হল বাগেরহাট।
ই-খ/খবরপত্র