রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

কমলগঞ্জে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
 মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের চা-বাগান এলাকার রাবার বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় (বিধবা) ৩ সন্তানের জননীর লাশ পাওয়া গেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ৭টায় পদ্মছড়া চা বাগান এলাকার রাবার বাগানে লাশটি পাওয়া যায়। নিহত (বিধবা) ৩ সন্তানের জননী সেলিনা আক্তার (৩৮) মাধবপুর নোয়াগাঁও গ্রামের মৃত মনু মিয়ার স্ত্রী।
জানাযায়, বুধবার সকাল ৭টায় রাবার শ্রমিকরা গাছ থেকে তরল রাবার সংগ্রহ করতে গেলে একটি গাছে ঝুলন্ত লাশ দেখে ইউপি সদস্য ও চা বাগান কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কমলগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করলে পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে এসআই মো. ফজলে এলাহীসহ পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলে এসে লাশটি গাছ থেকে নামিয়ে সুরতহাল তৈরী করেন।
মাধবপুর ইউপি সদস্য আব্দুল আহাদ বলেন, কয়েক বছর আগে বিধবার স্বামী মারা গেছেন। তার ৩টি ছেলে সন্তানের মধ্যে বড় ছেলে দশম শ্রেণির ছাত্র। কি কারণে বা কিভাবে গাছের ডালে ঝুলে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না।
নিহতের বড় ছেলে বলেছে সকাল ৭টায় তাদের মা তাদেরকে নাস্তা খাইয়ে বাহির থেকে আসছি বলে বাড়ি থেকে বের হয়। বাড়িথেকে ঘটনাস্থলের দূরত্ব আধা ঘন্টা, এর মধ্যে কিভাবে এ ঘটনাটি ঘটে তা তিনি বুঝতে পারছেন না। লাশের ময়না তদন্ত শেষে বোঝা যাবে প্রকৃত ঘটনা।
কমলগঞ্জ থানার এসআই মো. ফজলে এলাহী বলেন, লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তিনি সেলিনা আক্তারের মৃত্যুকে কিছুটা রহস্যজনক বলে ধারণা করছেন।
ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com