শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

আজ নগরকান্দা পৌরসভার নির্বাচন

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ফরিদপুরের নগরকান্দা  পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার। আজ দেশের ৫৬ টি পৌরসভা নির্বাচনের ঘোষণা  রয়েছে নির্বাচন কমিশনের। তারই অংশ হিসেবে  নগরকান্দা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা চাদরে সকল কেন্দ্র রয়েছে ঢাকা। সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোটগ্রহন। প্রস্তুুত রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী। ৯টি ভোট কেন্দ্রের মোট ৩১ টি বুথে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। নির্বাচনে সার্বাক্ষনিক নয়জন ম্যাজিষ্ট্রেট ও বিজিবি নিয়োজিত থাকবে। এক প্লাটুন বিজিব নগরকান্দায় এসেছে নির্বাচন উপলক্ষে। এছাড়া ও রয়েছে ১৮৪ জন পুলিশ বাহিনী তাছাড়া ও  রয়েছে আনসার বাহিনী। আজ নগরকান্দা পৌরসভা  নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী, ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩৭ জন সাধারণ কাউন্সিলর  প্রার্থী প্রতিদন্দীতা করছে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা  ৮৬৬৩ জন। মহিলা ভোটার সংখ্যা ৪৩৩০ ও পুরুষ ভোটার সংখ্যা  ৪৩৩৩ জন। শান্তিপূর্ণ  নির্বাচন অনুষ্ঠিত  হওয়ার লক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছে। শতস্পর্থ ভাবে ভোটাররা  আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তবে সাধারণ ভোটারদের মাঝে কিছুটা  ভয়ভীতি ও কাজ করছে কি যেন কি হয়। যদি কোন বিশৃঙ্খলার ঘটে এরকম কোন আশংকা ভোটারদের মাঝে কাজ করে সেক্ষেত্রে ভোটের হার কমতে পারে। তবে প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্ভয়ে নিশ্চিতে ভোটারদের ভোট প্রদানের জন্য  অনুরোধ জানিয়েছেন। সাধারণ  ভোটাররা বহিরাগতদের ভোরসভার মধ্যে ভোট চলাকালীন সময়ে যেন প্রবেশ করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন নির্বাচন নীতিমালায়  যা রয়েছে সেগুলো যথার্থ অনুসরণ  করবে নির্বাচন কাজে দায়িত্বরত সংশ্লিষ্ট কতৃপক্ষ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com