সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

আজ মাধবদী পৌরসভা নির্বাচন

আল আমিন মাধবদী (নরসিংদী) :
  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

আজ মাধবদী পৌরসভা নির্বাচন। আজ রোববার ১৪ ফেব্রুয়ারী সকাল ৮ টা থেকে শুরু হবে চতুর্থ ধাপে মাধবদী পৌরসভা নির্বাচন। নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সারাদেশে চতুর্থ ধাপের ৫৬ টি পৌরসভা নির্বাচনের মধ্যে মাধবদী পৌরসভারও নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এই পৌরসভা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৫৬ টি পৌরসভার মধ্যে ৩১ টি পৌর সভায় ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে মাধবদী পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে বলে জানা গেছে। এরই মধ্যে মাধবদী পৌর নির্বাচনের যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গত ২৭ জানুয়ারী প্রতীক পেয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে প্রর্থীরা এরই মধ্যে গত শুক্রবার ১২ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। মাধবদী পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪’শ ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৭ হাজার ১’শ ৬৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৩’শ ১৮ জন। এ পৌরসভায় মোট সাধারণ ওয়ার্ডের সংখ্যা ১২ টি, মোট সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৪ টি, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫ টি, মোট ভোট কক্ষের সংখ্যা ১০২ টি, অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা নাই, অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১৭টি (যদি থাকে)। গত ২৬ জানুয়ারী ছিলো মাধবদী পৌরসভায় প্রার্থীদের প্রত্যাহারের শেষ সময় সে সময় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। এ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন চারজন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনির হোসেন শামিম ও স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে তারা চাইছেন ভোট। আর ভোটারদের দাবি, সুষ্ঠু পরিবেশ আর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ। এরই মধ্যে গণসংযোগের পাশাপাশি উৎসবের নগরীতে পরিনত হয়েছে পুরো মাধবদী পৌরএলাকা। প্রার্থীরাও দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মাধবদী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক আশা প্রকাশ করেন পৌরসভার উন্নয়নের জন্য মাধবদীর জনগণ নৌকা প্রতীককে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস। অপরদিকে মাধবদী পৌরসভাকে বিএনপি’র দুর্গ হিসেবে উল্লেখ করে ধানের শীষের প্রার্থী আনোয়ার হোসেন আনু’র আশা মাধবদী পৌরসভায় বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। প্রতীক পাওয়ার পর থেকে পুরো পৌর এলাকা জুড়ে বিশেষ করে পৌর শহরে প্রার্থীদের পোস্টার, লিফলেট আর ব্যানারে ছেয়ে গেছে সেই সাথে গানের তালে তালেও ছিলো মাইকিং ও মিছিল। নির্বাচনী মাঠে রয়েছে নৌকা, ধানের শীষ, হাত পাখা, মোবাইল ফোন (প্রতীক) প্রার্থীর প্রচারণায় পোস্টারও বিভিন্ন গানের সুরে প্রচারণায় মাইকিং এতে সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্বীপনার সৃস্টি হয়েছে। কুয়াশাভেজা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাইকিং সহ খন্ড খন্ড মিছিল গুলো ছিলো যেন উৎসব মুখর পুরো পৌর এলাকা। নির্বাচনে প্রার্থী ও কর্মী সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে সম্পৃক্ত হয়ে প্রচারনা চালিয়েছে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে কুশল বিনিময় আর দোয়া প্রার্থনা করেছেন তারা। ভোটার সাধারণের দাবী হচ্ছে মাধবদী পৌর এলাকার উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে মেয়র হিসেবে মোশাররফ হোসেন মানিককে নির্বাচিত করার বিকল্প নেই। আর তাই অধিকাংশ ভোটার নৌকার প্রচারণায় দারুন উৎসাহ নিয়ে নির্বাচনী মাঠে নেমে এসেছেন। অপরদিকে বিএনপি প্রার্থীর পক্ষে ও ধানের শীষ প্রতীক নিয়ে স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও অঙ্গসংগঠনের কর্মীরা বেশ জোরে সোরেই প্রচারণা চালিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা চালিয়েছিলো। পৌর এলাকার সর্বস্তরের ভোটার সাধারণ নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন চাচ্ছেন। কারন ইতিপূর্বে হয়ে যাওয়া বিভিন্ন পৌরসভার নির্বাচনে সহিংসতার খবর পত্র পত্রিকায় পড়ে এখানকার ভোটারদের মনেও একটি অজানা শঙ্কা কাজ করছে বলে জানিয়েছেন কিছু সংখ্যক স্বচেতন ভোটার সাধারণ। তারা বলছেন সরকার মধাবদীতে পৌরসভা নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করলে পরবর্তিতে জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে এবং ভোটার সাধারণ স্বতস্ফুর্ত ভাবে ভোট দানে শঙ্কামুক্ত ও আগ্রহী হবে। আর ভোটারদের দাবি, সুষ্ঠু পরিবেশ আর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ। এরই মধ্যে গণসংযোগের পাশাপাশি উৎসবের নগরীতে পরিনত হয়েছে পুরো মাধবদী পৌরএলাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com