কুড়িগ্রামে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী (সাবেক এমপি)’র ৭১তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (১২ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জন্মদিন পালন করেছে। অনুষ্ঠানের শুরুতে সরকার ও দেশের মানুষের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।
এরপর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী। পরে সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্যাপন করেন। জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, সাবেক জেলা আ.লীগের সহ সভাপতি এম.এ চাষী করিম, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, জেলা পরিষদের সদস্য কাজী নাজমুল হুদা লাল, আব্দুল জলিল,ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, একরামুল হক বুলবুল, মাহবুবা বেগম, লাভলী বেগম, শিউলী বেগম, মহিলা আ.লীগের ফাল্গুনী তরফদার, জেসমিন লাকী, মুন্নি ও আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের, বিভিন্ন নেতা-কর্মীসহ গন্যমান্য ব্যাক্তিগণ।উল্লেখ্য একইদিনে জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এমএ চাষী করিমের জন্মদিন পালিত হয়।