বরগুনার বেতাগীতে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে এসেছে শিশুরা। জনপ্রতিনিধিদের দায়িত্ববোধ জাগ্রত করতে আয়োজন করা হয় মতবিনিময় সভা। পাশাপাশি এ ধরনের কাজে তাদের সোচ্চার হওয়ার জন্য উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে প্রদান করে সম্মাননা স্মারক। ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ) আয়োজনে লিঙ্গ সমতা অর্জন, নারী ও কণ্যা শিশুদের ক্ষমতায়ন শীর্ষক- মতবিনিময় সভায় শিশুদের আলোচনায় উঠে আসে-দেশের অন্যান্য এলাকার ন্যায় এ জনপদেও ইভটিজিংয়ের মত জগন্য ঘটনা নিত্য ঘটে চলছে। সামজিক এ দুষণের কারণে সমাজের প্রতিটি মানুষ আক্রান্ত হচ্ছে। দিনে দিনে চরম অবনতির দিকে যাচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক এ অবক্ষয়ের কারণে বৃদ্ধি পাচ্ছে বিশৃঙ্খলা, অন্যায়, অত্যাচার সহ নানাবিধ অনৈতিক কার্যক্রম। এমনকি কেউ কেউ অকালে প্রান হারাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে অসময়েই আরও অনেক মেধাবী শিশু সমাজ থেকে হারিয়ে যাবে। সমাজের সচেতন নাগরিক হিসেবে তাই এ অবস্থা আর বাড়তে দেওয়া যায়না। খুবই জরুরী হয়ে পড়েছে এ অবস্থা থেকে উত্তরণের। এনসিটিএফ‘র উপজেলা সভাপতি তানজিলা জামান শিফার সভাপতিত্বে পৌর পরিষদ মিলনায়তনে শুক্রবার সকাল এগারটায় এতে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, নবনির্বাচিত প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান। উপজেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রেসক্লাবের সদস্য সচিব লায়ন মো: শামীম সিকদার, কাউন্সিলর মো: আব্দুলমান্নান হাওলাদার ও উপজেলা এনসিটিএফ’র সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেহেস্তী। এ সময় অনুষ্ঠানে অংশ গ্রহণকারী শিশুদের পক্ষ থেকে তানজিলা জামান শিফা সভার সভাপতি হিসেবে তার মতামত ও জোড়ালো দাবি তুলে ধরে বলেন, সমাজের সকল মানুষের পারষ্পারিক সহযোগিতার মাধ্যমেই মানুষ টিকে থাকে। তাই এ অসম্ভবকে সম্ভব করতে বেতাগী পৌরসভা, বেতাগী থানা ও অন্যান্য পেশার মানুষের সম্বনয়ের মাধ্যমে কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। ইভটিজিং মুক্ত পৌরসভা ঘোষনা করতে হবে। এ জন্য পৌর জনপ্রতিনিধিদের নজরদারি ও পুলিশ টহল বৃদ্ধি এবং সর্বস্তরের নাগরিকদের বিশেষ করে সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে।