মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

আমরা দুর্নীতিগ্রস্ত উন্নয়ন দেখতে চাই না যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবীতে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থীদের নেতৃত্বে ১৮ই ফেব্রয়ারী বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রশাসনের পক্ষ খেকে এখন পর্যন্ত অনুমতি না পাওয়ায় সমাবেশ সফল করা অনিশ্চয়তা দেখা দিয়েছে। বুধবার (১৭) ফেব্রয়ারী দুপুরে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে আয়োজিত মত বিনিময় সভায় গণমাধ্যম কর্মীদেরকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড.মজিবর রহমান সরোয়ার বলেন, দেশে নিশিরাতের সরকার বসে আছে তারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের জবাব দিহীতা কেড়ে নিচ্ছে। আজ তারা ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি করে জনগনের ভোটের অদিকার হরন করছে। আজ দেশে কোথাও গণতন্ত্র নেই। অন্যদিকে প্রশাসনের লোকজন সর্বত্র নৌকা মার্কা দেখলে অস্তির হয়ে উঠে তাদের পক্ষে কাজ করার জন্য। আজ দেশে যদি গণতন্ত্র থাকত তাহলে জবাব দিহী থাকত। তিনি বলেন আমরা দূূর্নীতিগ্রস্থ উন্নয়ন দেখতে চাই না। সরকার শহর থেকে ইউনিয়ন প্রর্যায়ে নৌকা দিয়ে আটকে রেখেছে। আজ মানুষের মৌলিক অধিকার গণতন্ত্রহীনতা হয়ে পড়ার কারনেই দেশের দূর্নীতি বন্ধ করতে পারছে না সরকার। তিনি আরো বলেন সরকার একদিকে বলছে তারা শক্তিশালী বিরোধী দল দেখতে চায়। অন্যদিকে বিরোধী দল সভা-সমাবেশ মিছিল- মিটিং ও রাস্তায় কথা বলতে গেলে সেখানে বাধাগ্রস্থ করে রাখে। আজ সিমান্তে মানুষ হত্যা করছে বন্ধু রাষ্ট্র সেখানে সরকার কোন মুখ খুলছে না। বিরোধীদলকে তারা কিছু বলতে দেবে না। একারনে আমরা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই সমাবেশ করার আয়োজন করেছি সেখানে এখনো আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেয়নি। অপরদিকে মঙ্গলবার গভীর রাত থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি নেতা কর্মীদের বাসা বাড়িতে অভিযান চালিয়েছে। তিনি আরো বলেন আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আশাকরি সরকার আমাদের অনুমতি দিয়ে সমাবেস সফল করার কাজে সহযোগীতা করবে। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু সরদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহ যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com