ভাষা আন্দোলনের অগ্রজ সিংহ পুরুষ, “দৈনিক গিরিদর্পন” পত্রিকার সম্পাদক ও লেখক রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ কে বিশ্ব শান্তি দিবস ২০২১ এ মনোনীত করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২১ইং এ শান্তি পুরস্কার প্রদান করা হবে। রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভি আই পি হল রুমে এ পুরস্কার তুলে দিবেন বিশ্ব শান্তি পরিষদ সভাপতি আওয়ামীলীগের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মুজিববর্ষ উদযাপন কমিটির সাংগঠনিক আহবায়ক মোঃ দুলাল মিয়া, বিশ্ব বাঙালী সম্মেলন এর সভাপতি কবি মুহাম্মদ আবদুল খালেক। ভাষা আন্দোলনের ইতিহাসে কিংবদন্তি ভাষাযুদ্ধা চট্টগ্রাম ফেনী, রাঙ্গামাটি ও ভারতের বিলুনীয়া এলাকায় ১৯৫১ থেকে ১৯৫২ ইং মিরশ্বরাই ভাষাসৈনিক এ কে এম মকছুদ আহমেদ কনভেনার হিসেবে দায়িত্ব পালন করার কারনে তিনি এ পুরস্কারের জন্য এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জুরিবোর্ড মনোনয়ন দেন। এ বছর বিভিন্ন ক্যাটাগরীতে ১০ গুণীজন শান্তি পুরস্কার গ্রহণ করবেন।