মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

১২ মার্চ চাঁদপুর স্টেডিয়ামে ২য় মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২১

কামরুল ইসলাম চাঁদপুর :
  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

২য় মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২১ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪০ জন প্রাক্তন ক্রিকেটার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খন্দকার মজিব। তিনি বক্তব্যে আয়োজকদেরকে ধন্যবাদ জানান। আরেকটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। সাথে কিছু স্মৃতিচারন করেন ও পরিশেষে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এ সময় সভার বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তসমূহ-রেজিষ্ট্রেশন দ্রুত এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়, অনুষ্ঠান আয়োজনের লক্ষে একটি ৫ সদস্য বিশিষ্ট ট্রেজারার কমিটি গঠন, অনুষ্ঠানের মাধ্যমে ফরমার ক্রিকের্টাস অব চাঁদপুর-র সংগঠনের জন্য একটি ওয়েলফেয়ার ফান্ড তৈরি করা হবে। পরিশেষে সভার সভাপতি গোলাম মোস্তফা বাবু তার বক্তব্যে বলেন, অনুষ্ঠানটি আয়োজনের জন্য তার সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং ফরমার ক্রিকের্টাস অব চাঁদপুর এই সুন্দর ও অরাজনৈতিক সংগঠনের জন্য চাঁদপুর স্টেডিয়ামে একটি স্থায়ী জায়গার বরাদ্দ করবেন। একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদপুরের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় কর্মকার সুখন। এ সময় বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন সিনিয়র ক্রিকেটার সমর দাস, শুক্কু, বোরহান উদ্দিন, ভিক্টর, শেখ রাসেল, মধু, রাজ্জাক, শিবু, টুমু, আশিয, শাহজালাল টিংকু, ফয়সাল গাজী বাহার, রিফাইত, আলম, শাহরিয়া, রাসেল, মহসিন পাটওয়ারী, মধূসুদন দাস, মোঃ তোফায়েল গাজী সবুজ, মোঃ ইসমাইল খান ভুট্টু, শহিদুল ইসলাম মামুন, জয়নাল আবেদীন, মোঃ গাউছুল আলম, বিশ্বজিৎ কর রানা, কামরুল ইসলাম নিটুল, খোকন গাজী, গোপাল তালুকদার, মোঃ মুন্না, মোঃ সোলাইমান হোসেন, সোহাগ, মোঃ ফারুকসহ আরো অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com