বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

পাবনায় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

রাজনৈতিক প্রতিহিংসার শিকার নোয়াখালির কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের ঘটনায় সারা দেশের ন্যায় পাবনায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখা। জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে গত সোমবার বেলা ১২টায় পাবনা আব্দুল হামিদ রোডে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক মোবারক বিশ্বাসের নেতৃত্বে বক্তব্য রাখেন, সেক্টর কোমান্ডার ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম পাকন, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক এ্যাডঃ আয়েশা খানম শেফালি, জেলা ওয়ার্কাস পাটির সভাপতি কমরেড জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ইছামতি থিয়েটারের সভাপতি ভাস্কর্জ দা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক লেখক কলামিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সুশিল তরফদার, সাংবাদিক এস এম আলম, দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান, বিএমএসফ জেলা শাখার সহসভাপতি খালেকুজ্জামান পান্নু, ফেরদৌস করিম, যুগ্ন সম্পাদক এসএম মাসুদুর রহমান, সহ সাধারন সম্পাদক হুজ্জাতুল্লাহ হিরা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ প্রচার বায়েজিদ বোস্তামী, সহ সাংগাঠনিক সম্পাদক জিল্লুর রহমান জিবন, আইটি সম্পাদক ইকবাল হোসাইন, সহ আইটি রফিকুল ইসলাম সান, সহ মানবাধিকার সম্পাদক আরফিুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় হোসাইন, সাজ্জাদ হোসেন মানিক, শিশির মাহমুমদ, মুরাদ হোসেন, সোহেল রানা, বাধান ইসলাম, মিডিয়া এসোসিয়েশন পাবনা জেলা সভাপতি সুমন আলী, তারুন্যর অগ্রযাত্রার সভাপতি জুবায়ের খান প্রিন্স, বাংলাদেশ তৃনমুল সাংবাদিক কল্যান সোসাইটি সাধারন সম্পাদক ফজলুল হক, সহ সভাপতি শাহ আলম, ধর্ম উপদেষ্টা শামিম আহমেদ, রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের সদস্য রবিউল রনি, পাবনা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, আলোকিত সকালের স্টাফ রিপোটার এসএম মারুফ, নব যুগান্তরেরর স্টাফ রিপোটার মিজানুর রহমানসহ স্থাণীয় ও জাতিয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোবারক বিশ্বাস বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, গুম ও খুন হচ্ছে। কিন্তু একটারও বিচার হচ্ছে না। এভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চলতে থাকলে আগামীতে সাংবাদিক পেশা বিলুপ্ত হয়ে যাবে। কারন সাংবাদিকগণ অপরাধিদের বিরুদ্ধে অবস্থান গ্রহন করে। দেশ সমাজ ও রাষ্ট্রের অসংগতি সবার মাঝে তুলে ধরে। তিনি প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের কাছে সাংবাদিক নির্যাতনের ও হত্যাকান্ডের বিচার দাবি করেন। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কার্যক্রমের কথা বলতে গিয়ে বলেন, ২০১৩ সাল থেকে এ সংগঠনটি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়িয়ে আর্থিক সহায়তাসহ সকল আইনি সহায়তা প্রদান করছে। সাংবাদিকদের তালিকা প্রনয়নে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। সেই সাথে ১মে থেকে ৭মে পর্যন্ত জাতিয় গণমাধ্যম দিবস পালনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তকে গণমাধ্যম বিষয়ে অধ্যায় সংযোজনের দাবি জানান। সভা পরিচালনা করেন জেলার সাংগাঠনিক সম্পাদক কামরুল ইসলাম। বক্তারা মোজাক্কির হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে সাংবাদিক সুরক্ষা ও সাংবাদিকদের অধিকার রক্ষাসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com