করোনা পরিস্থিতি মোকাবেলায় ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি কুড়িগ্রামের ডায়াবেটিক হাসপাতাল, সিভিল সার্জন অফিস এবং ডিসি অফিস ও প্রেস ক্লাবে পঞ্চাশটি পিপিই প্রদান করেছে।
ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে কুড়িগ্রামের অসহায় মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে আসছে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে এসব পিপিই প্রদান করা হয়েছে বলে জানান, সমিতির সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান এবং মহাসচিব মোঃ সাইদুল আবেদীন ডলার।
তারা জানান, অন্যান্য প্রাকৃতির দুর্যোগের মতো এবারও করোনা প্রাদুর্ভাবের শুরুতে মাস্ক, সাবান, গ্লাভস কুড়িগ্রামে পাঠানো হয়েছে। সমিতির সদস্যরা তাদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছে এবং তা চলমান আছে। সমিতির সভাপতি প্রশাসনের পাশাপাশি এলাকার বিত্তবানদের করোনার এই মহামারীতে অনাহারী অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান।
ই-খ/খবরপত্র