বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে তিল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এ সোহাগ মার্জিত স্বভাবের কারণে জনপ্রিয়তায় এগিয়ে টেংগারচর ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন ফরিদপুরে স্থায়ী প্রশস্ত ব্রিজের দাবীতে মানববন্ধন রামগতিতে হরিনাম মহাযজ্ঞে সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মিলনমেলা কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ত্রিমুখী অবস্থান প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক অন্তরঙ্গ ছবি তুলে ভাইরাল করানোর ভয় দেখিয়ে টাকা নিতো মেঘলা শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা শীর্ষক সভা শ্রীমঙ্গলে আগাম জাতের আনারসের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা ধনবাড়ীতে ৬ ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নগরকান্দায় ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করলেন মোহাম্মদ আশরাফুল

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে সরদার বদিউজ্জামান স্মৃতি টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন করে। ফাইনালে  নগরকান্দার উপজেলার  রামনগর ক্রিকেট একাদশ  চরভদ্রাসন উপজেলার জিএস নাইন স্টার ক্লাবের মুখোমুখি হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক  মোহাম্মদ আশরাফুল জিএস নাইন স্টার ক্লাবের হয়ে খেলায় অংশ গ্রহন করেন। টসে জিতে নগরকান্দার রামনগর ক্রিকেট ক্লাব বোলিয়ের সিদ্ধান্ত নেয়। জিএস নাইন স্টার ক্লাব ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৬ ওভারে  আট উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয়।  রোমান দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ রান করে। রুহুল নেন তিন উইকেট। ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নগরকান্দার রামনগর ক্রিকেট একাদশ  ৩ উইকেট  হারিয়ে ৩ বল বাকি থাকতেই জয়ে বন্দরে  পৌছে যায়। পার্থিব দলের পক্ষে সর্বোচ্চ রান করে। মহানন্দা ম্যান অফদ্যা ম্যাচ ও রিয়াদ ম্যান অফদ্যা সিরিজ নির্বাচিত হয়। মোহাম্মদ আশরাফুল ব্যাটিংয়ে অংশগ্রহণ করেনি শুধু ফিল্ডিংয়ে নামেন। ১লা  জানুয়ারী  ১৬টি দল নিয়ে এই টুর্ণামেন্টের উদ্বোধন  করা হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের খেলা দেখার জন্য মঙ্গলবার হাজার হাজার দর্শক উপস্থিত হয় বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে। নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার খেলার উদ্বোধন ও  সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডিডি এলজিএসপি ফরিদপুর মোঃ মনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি)  আহসান মাহমুদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা,  রামনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ফকির, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহান আনিস, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোল্যা, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শাহিনুজ্জামান চৌধুরী, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাজাহান সরদার, বিলগোবিন্দপুর  ক্রিকেট ক্লাবের সভাপতি সাব্বির ইবনে জামান, সম্পাদক সরদার আবদুল্লাহ আল কবীর সোহাগ প্রমুখ। খেলার আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করে সাগর সরদার ও পলাশ মাতুব্বর। খেলার ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক বেলায়েত হোসেন লিটন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com