মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস বিপাকে নি¤œ আয়ের মানুষ ঈদুল ফিতর ও নববর্ষের ছুটিতে চায়ের রাজ্যে রেকর্ড সংখ্যক পর্যটক বরিশাল বিএনপি দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত ও স্মরণ সভা নগরকান্দায় মাই টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পুরুষ ৪, মহিলা-৪, মারাত্মক ঝুকিপুর্ণ ২২ রশি জমিদার বাড়ি, যেকোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা শিবগঞ্জে সরকারি সম্পত্তি দখলদারদের কবল থেকে মুক্ত করার জন্য ভূমি সহকারী কমিশনার অফিসে আবেদন নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল আনন্দপূর্ণ উৎসবমুখর পরিবেশে মনসুর আহমেদ জিন্নার মনোনয়নপত্র জমা আজ মঙ্গলবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

চকরিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে চলাচল পথে দালান নির্মাণের অভিযোগ

অলি উল্লাহ রনি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

কক্সবাজারের চকরিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভূমিদস্যুরা জমি জবরদখল করে দালান নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশি অভিযানের টের পেয়ে ভূমিদস্যু ও নির্মাণ কাজে নিয়োজিত লোকজন মূহুর্তে চম্পট খবর পাওয়া গেছে। সূত্রমতে, কক্সবাজার জেলার এমআর মামলা নং ১৮৮/২০২১ ধারা-ফৌজদারি কাঃ ১৪৪ ধারা ও স্মারক ২৫৪/২০২১/এডিএম ১৮.০১.২০২১ যা বিচারাধীন। অভিযোগে জানা যায়, আদালত ১৪৪ ধারা জারি করলেও তফশিলোক্ত জমি জবরদখল চেষ্টায় প্রভাবশালী মহল দালান নির্মাণে মরিয়া হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা নাগাদ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেধা-কচ্ছপিয়ায়। সরেজমিন জানা যায়, ওই এলাকার মৃত মাষ্টার জামাল উদ্দিনের পুত্র মাষ্টার মাহাবুবুল হকের বসতঘরের সম্মুখভাগের ১৮৬নং বিএস খতিয়ানভুক্ত মেধা-কচ্ছপিয়া মৌজার ১২৩৪ দাগের সৃজিত বিএস ৩৫০ নং খতিয়ানের ১২৩৪ দাগের ০.৩৪ একর চলাচল পথসহ বসতঘরের উঠানের বিরোধীয় জমিতে আদালতের আদেশ অমান্য করে দেদারসে দালান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিল। আদালতের নির্দেশনা থাকা সত্বেও ইতিমধ্যে কয়েকবার চকরিয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এএসআই জসিম উদ্দিন প্রতিপক্ষকে দালান নির্মাণে বাঁধা না দিয়ে রহস্যজনক ভূমিকা পালন করছে বলে একটি সূত্রে জানা গেছে। ভুক্তভোগী এমআর মামলার বাদী নিরীহ মাষ্টার মাহাবুবুল হক জানান, তার চাচা মৃত মওলানা নেজাম উদ্দিনের পুত্র রাশেদুল হক, এমরানুল হক ও আরমানুল হক সহ ১০-১৫ জন সংঘবদ্ধ লোক বিরোধীয় জমির মামলা বিচারাধীন ও পরে ১৪৪ ধারা জারি থাকা সত্বেও গতকাল ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত সন্ত্রাসী কায়দায় তাদের বসতভিটার সীমানা ও চলাচলের পথ জবরদখল করে দালান নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, পারিবারিকভাবে বিরোধীয় জমি নিয়ে তার প্রতিপক্ষ মৃত চাচার ছেলেরা জমি জবরদখলের দফেদফে অপচেষ্টা চালালে প্রতিকার চেয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের (এডিএম) আদালতে ১৮ জানুয়ারী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বিরোধীয় জমির উপর ১৪৪ ধারা জারি করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবর প্রেরণ করা হলে থানার এএসআই জসিম উদ্দিনকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। এ সূত্রে তিনি উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ প্রদান সহ থানায় বেশ কয়েকবার বিচারিক বৈঠক করেন এবং সরেজমিন ঘটনাস্থলে তদন্ত ও করেন বলে জানা যায়। এদিকে কিছুদিন শান্তি-শৃঙ্খলা বজায় থাকলেও গত ২৩ ফেব্রুয়ারি মামলার বিবাদীরা আদালত অবমাননা করে জমিতে কাজ করতে গেলে দ্বি-পক্ষীয় উত্তেজনা ও ঘটনা এড়াতে থানায় এসে মামলার বাদী মাষ্টার মাহাবুবুল হক ওসিকে অবহিত করলে, বিকাল ৩টা নাগাদ ওসি অপর এসআই মাঈনুদ্দীনকে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পাঠালে তৎক্ষনাৎ পুলিশের ভয়ে কাজের কামলা ও বিবাদীদের মধ্যে বেশ কয়েকজন পালিয়ে যায়। এসময় এসআই মাঈনুদ্দীন বিবাদীদের পরিবারের অন্যদের আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দালান নির্মাণ কাজে বিরত থাকার নির্দেশ প্রদান করে আসেন। তবে বাদী পুনরায় জমি জবরদখল, দালান নির্মাণ ও তার পরিবারের সকল সদস্যের উপর প্রাণ শঙ্খার আশংকা প্রকাশ করছেন। সরেজমিন সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে মামলার বিবাদীপক্ষের এমরানুল হক জানান, ভাগ বন্টনে তাদের পৈত্রিক জমিতে তারা দালান নির্মাণ করছেন বলে দাবী করে বাদীপক্ষকে প্রকাশ্যে হুংকার দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com