গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাসিন্দা বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের স্মরণে শুক্রবার বাদ জুম্মা কবর জিয়ারত, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ সহ প্রয়াত সকল নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় মানিক বাজারে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা প্রয়াত আব্দুর রশিদ মেম্বার, বেনজির আহমেদ মঞ্জিল, হাফিজ উদ্দিন ও যুবদল নেতা আসাদুজ্জামান অরুন সহ মৃত ব্যক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক চাঁন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মাঝির পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন নান্নু, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, বিএনপি নেতা শাহীন বন্দুকসী, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম ভুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক লিটন মিয়া, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম সরকার, যুবদল নেতা শরিফ ফকির, হিরন বাদশা, আকরাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমূখ। এর আগে বাদ জুম্মা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নিজ বাড়ি আঙ্গিনায় মসজিদে তাঁর আশু রোগমুক্তিতে মহান আল্লাহতালার কাছে শুকরিয়া জানিয়ে দোয়া করা হয়। পরে প্রয়াত নেতা হান্নান শাহ্’র কবরে ফাতেফা পাঠ ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।