শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী উপজেলার নৃ-গোষ্ঠীর তাঁতী ও জেলার তাঁতী, চুল সংগ্রহকারী ব্যবসায়ী এবং হিজড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে ২ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রথমে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোচ, হাজং গারো আদিবাসীদের তাঁত শিল্প পুনরোজ্জীবিত ও তা রক্ষায় এবং তাদের জীবনমান উন্নয়নে আলোচনা করা হয়। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী তাঁতীদের এ শিল্প রক্ষায় করণীয় ও তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পরে তিনি এসব সমস্যা উত্তোরণে সরকারি ভাবে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে তাদের আশ্বাস প্রদান করেন। এদিকে একই দিন শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হাইটাপাড়া জামদানী পল্লীর উৎপাদিত জামদানী শাড়ীসহ বিভিন্ন শাড়ী উৎপাদনে তাঁতীদের সমস্যা ও নানা অসুবিধার সমস্যা গুলো সমাধানের প্রদক্ষেপ নেয়া হয়। অপরদিকে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া গ্রামে গড়ে উঠা শেরপুর জেলা চুল ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদের নিয়ে এক মতবিনিময় করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময় তিনি চুল শিল্পর উন্নয়নে চুল ব্যবসায়ী সমিতির সদস্যদের নানা সমস্যার কথা শোনেন। এসময় চুল ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মজদুল ইসলাম ও বর্তমান সভাপতি ভুট্টো মিয়া বলেন সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে তাদের উৎপাদিত চুল বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করতে না পেরে ব্যাপকভাবে ব্যবসায়ীক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের এ চুল শিল্প সমবায় সমিতিতে ৮৯ জন সদস্য রয়েছেন এবং এ শিল্পে প্রায় ১০ হাজার শ্রমিক রয়েছে। তাই শিল্প রক্ষায় সমবায় সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক সহযোগিতা কামনা করেন তারা। পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে হিজড়াদের জীবনমান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, হিজড়া জনগোষ্ঠীর জন্য আবাসন প্রকল্প তৈরি করা হয়েছে এবং তাদের আর্থিক স্বচলতার জন্য মৎস্য চাষ, সেলাই প্রশিক্ষণ, হাঁস-মুরগী, গবাদি পশু পালনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও তাদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব প্রদক্ষেপ নেয়া হয়েছে এতে করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাঁতী, জেলা তাঁতী, চুল শিল্প, হিজড়া জনগোষ্ঠী সদস্যদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, তাদের জীবনমান উন্নয়নে তিনি সরেজমিনে পরিদর্শন করে সমস্যা গুলোর সমাধানে দ্রুত প্রদক্ষেপ নিবেন বলে এমনটাই জানান তিনি। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার হামিদুর রহমান হীরা, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. পলাশ কান্তি দত্ত, উপজেলা মৎস্য অফিসার দেবযানি ভৌমিক, শেরপুর জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ বারী চাঁনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।