বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

ঈদগাওতে কর্মরত সাংবাদিকদের কলম বিরতি পালিত

শেফাইল উদ্দিন কক্সবাজার সদর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্র ঘোষিত কর্মসূচি কলম বিরতি পালন করছে ঈদগাঁওর কর্মরত সাংবাদিকরা। কলম বিরতি অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক হত্যা, মিথ্যা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। সাংবাদিক সুরক্ষার কোন আইন না থাকায় এমনটি হচ্ছে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দরা। সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দ্রুত আইন প্রনয়নের দাবী জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। মঙ্গলবার (২রা মার্চ) সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত ঈদগাঁও বাসষ্টেশনের মহাসড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঈদগাঁও থানা শাখার উদ্যোগে সাধারণ সম্পাদক আবু হেনা সাগরের সঞ্চালনায় বিএমএসএফ ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কলম বিরতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মো: রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ,মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি শফিউল আলম আজাদ, মানবাধিকার নেতা রাশেদুল আমির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিন্টু,চ্যালেন কক্স সম্পাদক মনছুর আলম,ঈদগাঁহ সাংবাদিক ফোরানের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, সাইমুম সরওয়ার কায়?েম,ঈদগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলা উদ্দিন, ঈদগাঁও টিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান রাজুসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলনের নেতা নুরুল হুদা,ড়া, উসমান গনি, ঈদগাঁও টিভির বার্তা সম্পাদক নুরুল আজিম মিন্টু, ঈদগাঁহ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সেচ্ছাসেবী সংগঠনের ইমরান তাওহীদ রানা সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। উল্লেখ্য যে,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সারাদেশ ব্যাপী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসুচী ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com