রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

সন্ত্রাস-জঙ্গীবাদসহ সমাজের অনিয়ম দূর করতে ইমাম সাহেবদের যথেষ্ট ভূমিকা রয়েছে

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন সন্ত্রাস-জঙ্গীবাদসহ সমাজের অনিয়ম দূর করতে ইমাম সাহেবদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ইমাম সাহেবরা হচ্ছে ধর্মীয় নেতা। তাদের কথা শুনে সমাজ পরিবর্তন হতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে ইমাম সাহেবরা আত্মনির্ভরশীল, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিজ নিজ এলাকায় কাজ করবেন। সরকার ইমামদের যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তা যুগোপযোগী। মুজিববর্ষে আমাদের অঙ্গীকার হবে কাউকে আমরা পিছনে রেখে আমরা এগিয়ে যাবোনা। ৩ মার্চ বুধবার সদর উপজেলার উত্তর গোবিন্দপুর ইমাম প্রশিক্ষন একাডেমী দিনাজপুর এর আয়োজনে তাদের নিজস্ব মিলনায়তনে ১০৩১তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী ও প্রাথমিক চিকিৎসার উপকরণসহ বক্স বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমী দিনাজপুর এর উপপরিচালক ও ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের (অতিঃ দায়িত্ব) পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আকরাম আলী। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন প্রধান মনিটর মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম। কোরআন তেলাওয়াত করেন হাফিজ মনোয়ারুল ইসলাম। হামদ্্-নাত উপস্থাপন করেন মোঃ ইমরান হোসেন। সর্বশেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর ধর্মীয় প্রশিক্ষক মাওঃ সাব্বির আহমাদ। প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুরহাট জেলা হতে আগত প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন ইমামকে ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী সনদপত্র ও চিকিৎসা উপকরনসহ প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এমদাদুল হক শরীফ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com