শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
মাধবদীতে লোডশেডিং ও গরমে ব্যাপক চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নওগাঁয় বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর চকরিয়ায় একাধিক অভিযানেও অপ্রতিরোধ্য বালুখেকো সিন্ডিকেট রবি মওসুমে নওগাঁ জেলায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদনের প্রত্যাশা কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহ, বৃষ্টির জন্য সালাতুল ইসস্তিকা বরিশালে দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিম হাসপাতালে জনসচেতনতামূলক প্রচারণা শুরু কালীগঞ্জে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি লুট

রৌমারীতে ইউএনসিসির গৃহীত কার্যক্রম পরিদর্শন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) এর পুষ্টি সংবেধনশীল বিভিন্ন দপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের সুফল পাচ্ছে রৌমারীবাসী। ৪ ফেব্রুয়ারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে ইউএনসিসির গৃহীত বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। সরেজমিনে দেখা যায়, দুর্গম এলাকায় নিরাপদ পানি নিশ্চিতে নলকুপ স্থাপন,স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাটিন স্থাপন,পরিবারের সদস্যেদের দেহে পুষ্টি নিশ্চিতকরণের জন্য পুষ্টি বাড়ি বাস্তবায়ণ, জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল মুভি প্রদর্শনসহ নানা ধরনের কার্যক্রম পরিলক্ষিত হয়। এসময় ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে ইকো কো-অপারেশন ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সাসটেইন্ড অপরচুনেটিস্ ফর নিউট্রিশন গর্ভানেন্স (সংঘ) প্রকল্পের মা ও শিশু পুষ্টি উন্নয়নে চলমান বিভিন্ন কার্যক্রমও পরিলক্ষিত হয়। সংঘ প্রকল্পের রৌমারী উপজেলা সমন্বয়কারী মো.মাহুবুর রহমান জানান, রৌমারী উপজেলার তিনটি ইউনিয়নের বাছাইকৃত ৫ হাজার ৬শ’৭৫টি পরিবারের মাঝে ২১টি আর্সেনিক মুক্ত নলকুপ ও ১০০শ’টি স্যানেটারী ল্যাট্রিন স্থাপন করে দেওয়া হয়েছে। এছাড়াও পারিবারিক পুষ্টির চাহিদা পুরণের লক্ষ্যে ৫ হাজার ৬শ’৭৫টি পরিবারে মাঝে বিভিন্ন প্রকার শব্জী বীজ ও ফলদ গাছের চারা দেওয়া হয়েছে। আগামী ২০২৩ সাল পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। রৌমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার কবির, রৌমারী হাসপাতালের আরএমও ডা.নাজমুল হুদা, ডেন্টাল সার্জন ডা. দেলোওয়ার হোসেন,রৌমারী প্রেসক্লাবের সভাপতি মো.সুজাউল ইসলাম সুজা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুক্তার হোসেন, সংঘ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. মাহুবুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com