শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ প্রতিযোগিতা

পারভেজ মিয়া বালিয়াকান্দি (রাজবাড়ী) :
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শনিবার সকালে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে সর্ব কালের সর্ববৃহৎ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযেগিতা ২০২১’ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দৌড় প্রতিযোগিতা উপলক্ষে সকালে গ্যাস বেলুন ও মুক্ত আকাশে পায়রা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ ও নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) এস. এম. আবু দারদা, থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা প্রমুখ। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযেগিতা’ উপলক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে ভিন্ন আঙ্গিকে সাজসজ্জা করা হয়। প্রতিযোগিতাকালে ব্যান্ডপার্টি ও সাউন্ড সিষ্টেমে গোটা স্টেডিয়াম এলাকা প্রকম্পিত হয়। উপজেলার সাংস্কৃতিক উপ-কমিটির নেতৃত্বে দেশত্ববোধক সংগীত পরিবেশন করা হয়। সকাল ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বহরপুর শান্তি মিশন পর্যন্ত ৫কি. মি. দীর্ঘ পথে প্রতিযোগীতা চলে। ম্যারাথন প্রতিযোগিতাকালে কমপক্ষে ২ ঘন্টা বালিয়াকান্দি- রাজবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মেডিকেল টিম ও আইন-শৃঙ্খলা কমিটি তাদের দায়িত্ব পালন করেন। এ প্রতিযোগিতায় ১ম পারভেজ মন্ডল (রাজধরপুর), ২য় সাজ্জাদ হোসেন (ইসলামপুর), ৩য় রানা সেখ (বহরপুর), ৪র্থ জোবায়েদ সেখ (ইসলামপুর), ৫ম আরমান মৃধা (বহরপুর), ৬ষ্ট তামিম (বহরপুর), ৭ম মঞ্জু খান (ধোপাদিয়া), ৮ম রবিউল ইসলাম (ইসলামপুর), ৯ম কাওছার হোসেন (নারুয়া), ১০ম রিয়াজ হোসেন (নারুয়া)। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করা হয়। এ প্রতিযোগিতার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) এস.এম.আবু দারদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাফিন জব্বার, কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আলমগীর বাদশা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন খান, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান মো. নায়েব আলী সেখ, নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, জামালপুর ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সুধীজনেরা, শিক্ষার্থীগণ, নারী-পরুষ ও সর্ব স্তরের লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com