রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

রাঙামাটির কাঁঠালতলী এলাকায় আগুনে পুড়ে ছাই ২০টি বসত ঘর

মোঃ আক্কাস রাঙ্গামাটি :
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১

রাঙামাটি শহরের কাঠাঁলতলী এলাকায় আকস্মিক আগুনে পুড়ে ছাই ২০টি বসত ঘর। বেলা সোয়া একটার সময় আগুনের সূত্রপাত ঘটে বলে জানাগেছে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নেভানোর চেষ্ঠা চালাই। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার ক্ষতি সাধনের আশঙ্কা করছে ক্ষতিগ্রস্থরা। ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আলম ডক ইয়ার্ড এলাকাসহ আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানসহ প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান। অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি তাৎক্ষনিকভাবে কেউ নিশ্চিত করতে নাপারলেও আশেপাশে অনেকগুলো ফার্নিচার তৈরির কারখানা থাকায় সেখানে মজুদ রাখা ক্যামিকেলের কারনে মুহুর্তের মধ্যেই আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com