রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

কদুপুরে সিএনজি ফিলিং স্টেশন স্থাপন বন্ধের আবেদন

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১

মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়স্থিত কদুপুর গ্রামের আবাসিক এলাকায় সিএনজি ফিলিং ষ্টেশন স্থাপন বন্ধের আবেদন করেছেন এলাকাবাসী। গত ৪ মার্চ  ব্যবস্থাপনা পরিচালক, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ, সিলেট,  পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়  উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর  সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার ও  ইউপি চেয়ারম্যান, ১২নং গিয়াসনগর ইউপি, মৌলভীবাজার সদরকে অনুলিপি সহকারে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর দায়েরী কদুপুর গ্রাম বাসীর পক্ষে হাজী আব্দুল গফুর গং ৩২টি বসতবাড়ীর মালিক স্বাক্ষরিত আবেদনে জনানো হয়েছে, সম্প্রতি স¤্রাট নামীয় জনৈক ব্যক্তি কদুপুর গ্রামে একটি সিএনজি ফিলিং ষ্টেশন স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে চলেছেন। কদুপুর গ্রামবাসী উক্ত সিএনজি ফিলিং ষ্টেশন স্থাপনের তীব্র আপত্তি জানান। আপত্তির কারণ হিসাবে তারা জানান- (১) যে স্থানে ফিলিং ষ্টেশনটি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে, সে স্থানটি আবাসিক এলাকা (২) ফিলিং ষ্টেশন স্থাপনের জন্য যে পরিমান ভূমির প্রয়োজন প্রস্তাবিত স্থানটিতে সে পরিমান ভূমি নেই (৩) ফিলিং ষ্টেশনটি স্থাপনের স্থান ঘেষে কয়েকটি বসতবাড়ী এবং আশপাশে অনেকগুলো বসতবাড়ী রয়েছে (৪) কোন আবাসিক এলাকায় সিএনজি ফিলিং ষ্টেশন স্থাপন সরকারীভাবেও নিষিদ্ধ রয়েছে (৫) তাছাড়া, সিএনজি ফিলিং ষ্টেশন স্থাপিত হলে সেখানে রিফাইনারী ষ্টেশন স্থাপনও বাধ্যতামূলক। এর ফলে, দিনরাত অব্যাহতভাবে রিফাইনারী ষ্টেশনের শব্দে ফিলিং ষ্টেশন সংলগ্ন বসতবাড়ীগুলোসহ আশপাশের বসতবাড়ীর বাসিন্দারা শব্দদূষণ ও ভূকম্পনে অবর্ণনীয় দূর্ভোগে পতিত হতে হবেন। সর্বোপরী- এখানে দিনরাত ২৪ ঘন্টাই সিএনজি ফিলিং করার জন্য যানবাহনের অবাধ যাতায়াতের কারণে সমগ্র এলাকা ধুলাবালি ধুসরিত থাকবে। এটাও স্থানীয় বসবাড়ীগুলোর বাসিন্দাদের শান্তিপূর্ণ জীবন যাপনকে চরমভাবে ব্যাহত করবে। এককথায়, স্থানীয় বাসিন্দারা অবিরাম শব্দদূষণ, বায়ুদূষণ ও পরিবেশ দূষণের শিকারে পরিনত হবেন। তাই, সার্বিক অবস্থা বিবেচনায় সরেজমিন তদন্ত পূর্বক প্রস্তাবিত সিএনজি ফিলিং ষ্টেশন স্থাপনের অনুমতি বাতিল করে ফিলিং ষ্টেশন স্থাপন কার্যক্রম বন্ধ করার আবেদন জানিয়েছেন গ্রামবাসী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com