বাংলাদেশ দিল্লির শৃঙ্খলে আবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল শনিবার (৬ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শুধু শেখ হাসিনার কথায় লেখক-বুদ্ধিজীবী-সাংবাদিক খুন হন না। শেখ হাসিনাকে যারা লালন-পালন করেন, বাংলাদেশকে যারা শোষণ করেন, তাদের ইচ্ছায়-অনিচ্ছার ওপর বাংলাদেশের অনেকের ভবিষ্যৎ নির্ভর করে। বাংলাদেশ বাংলাদেশের জায়গায় নেই, বাংলাদেশ দিল্লির শৃঙ্খলে আবদ্ধ। সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। এই স্বাধীনতা ভোগ করতে চাইলে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, সব শ্রেণি-পেশার মানুষকে এক কাতারে শামিল হতে হবে। যেকোনো বাধা অতিক্রম করে তাদের পাকিস্তানিদের মতো পরাজিত করে যার যার ঘরে পাঠিয়ে দিতে হবে।’ সমাবেশে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, জ্েযষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
গতকাল শনিবার সকাল ১০.৩০টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলার জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঃ মানবাধিকার ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র আহ্বায়ক কালাম ফয়েজী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক রায়হান আল মাহমুদ রানা, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সালেহা আক্তার, নজরুল ইসলাম প্রমুখ।