শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

বরিশালে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শ্রেয়সী’র জমকালো মিলন মেলা

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বরিশালে ব্যপক আয়োজনের মধ্য দিয়ে শ্রেয়সী’র জমকালো মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর চাঁদমারীস্থ বৃহত্তর হোটেল গ্র্যান্ড পার্কে এই গেট টুগেদার পার্টির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনির। উপস্থিত ছিলেন বরিশালের অসংখ্য নারী নেতৃবৃন্দ। জমকালো এ মিলন মেলায় প্রথমবারের মতো বরিশালের নারীদের সামনে আসেন মেকআপ আর্টিস্ট সেলিনা মনির। তার হাতে খরি দিয়ে ব্যপক সুনাম অর্জন করেছেন এ অঞ্চলের অসংখ্য নারী। তাই তাকে একটি বারের মতো দেখতে ও তার সাথে ফটোসেসনে অংশ নিতে শ্রেয়সী’র এই জমকালো মিলন মেলায় ছুটে এসেছেন শত শত নারী। রাত ৮টায় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনির মঞ্চে আসার সাথে সাথে আনন্দ জোয়ারে বাইতে শুরু করে পুরো গ্র্যান্ড পার্ক। ব্যতিক্রমধর্মি আয়োজন করায় শ্রেয়সী’র ওনার শারিমন আক্তারকে ধন্যবাদ জানিয়েছেন অংশ গ্রহনকারী নারীরা। একই সাথে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরও শ্রেয়সীকে ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রেয়সী তাকে আমন্ত্রন জানানোর প্রেক্ষিতে তিনি বরিশালে আসেন। শ্রেয়সী এই উদ্যোগটি না নিলে তার এভাবে বরিশালে আসা হতো বলে তিনি উল্লেখ করে শ্রেয়সীকে ধন্যবাদ জানায়। এসময় তিনি আরো বলেন, বরিশালে তার অনেক ভক্ত রয়েছে। রয়েছে অশংখ্য অনুসারী। তাই আগামীতে চট্রগ্রামের পাশাপাশি বরিশালেও তিনি ক্লাস পরিচালনা করবেন। অনুষ্ঠানে শ্রেয়সী ওনার শারমিন আক্তার বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ওই দিন নারীদের আনন্দের দিন। এই আনন্দকে সার্থক করতে আমার ভিন্ন রকমের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনির মধ্যমনি হয়ে আসায় আমরা আনন্দিত ও তার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। শারমিন আক্তার আরো বলেন, শ্রেয়সীর অন্যতম শুভাকাঙ্খি আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনির। তার কাজ থেকে প্রশিক্ষণ নিয়ে শ্রেয়সীর পথ চলা। এসময় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনির অংশ গ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে কেক কেটে তিনি অনুষ্ঠানে উদ্বোধন করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনির সাথে ফটো সেসনে অংশ নেন অংশ গ্রহনকারী নারীরা। রাতে তার সাথে অনুষ্ঠানে অংশ নেয়া নারীরা ডিনার করেন। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও শ্রেয়সী পার্লার এবং শ্রেয়সী আউটলেটের বিশেষ ডিসকাউন্ট ভাউচার প্রদান করা হয়। উল্লেখ্য শোবিজ অঙ্গনের প্রিয়মুখ মেকআপ আর্টিস্ট মনির হোসেন। নাটক ও সিনেমায় মনিরের মেকআপ মানেই ভিন্ন কিছু। এক যুগেরও বেশি সময়ে ধরে তিনি দেশ বিদেশের তারকাদের সুন্দর করে তোলার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন। সাজসজ্জার পাশাপাশি তার মেকআপের স্কুলও রয়েছে। মনির হোসেন শুধু দেশি তারকাদেরই সাজিয়ে তোলেন না। তিনি সাজিয়েছেন অমিতাভ বচ্চন, ইরফান খান, শিল্পা শেঠি, রাখি সাওয়ান্ত, বিদ্যা বলান, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সানি লিওনের মতো নামি দামী তারকাদেরও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com