গাইবান্ধায় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খালেদ হোসেনের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাইবান্ধার সাংবাদিক সমাজের উদ্যোগে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল ও কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সাত উপজেলার সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, একাত্তুর টেলিভিশনের শামীম আল সাম্য, ডিবিসি টেলিভিশনের রিক্তু প্রশাদ, আনন্দ টিভির মিলন খন্দকার, বৈশাখী টিভির এস এম বিপ্লব ইসলাম, সিএনএন বাংলাটিভির প্রতিনিধি ফরহান শেখ, পলাশবাড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন সরকার, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, চ্যানেল এস এর প্রতিনিধি জাবেদ হোসেন, নিয়ামুল কবির পামেল, শাজাহান সিরাজ, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মাসুম লুমেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা সাংবাদিক খালেদ হোসনের উপর সন্ত্রাসী হামলা কারীকে দ্রুত গ্রেফেতার ও তার দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ আগামী ০৭ দিনের মধ্য সদর থানার তদন্ত কর্মকতা মজিবর রহমানের প্রত্যাহারের দাবী জানানে হয়। বক্তরা আরো বলে র্দীঘদিন থেকে সদর থানায় তদন্ত কর্মকতা হিসেবে আছেন মজিবুর রহমান পাশাপাশি তার শ্বশুরবাড়ী এই শহরে হওয়ায় বিভিন্ন সময় তদবীর বানিজ্য নিয়ে বস্ত থাকেন। সম্প্রতিক খালেদ হোসেনের মামলা বিষয়টি তিনি মিথ্যা বলে সাংবাদিকের মুঠো ফোনে স্বীকার করেছেন যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাই দ্রু এই কর্মকতাকে প্রত্যাহার সহ বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী জানানে হয়। মানববন্ধন শেষে সাংবাদিকরা ৩০ মিনিট ডিবি রোড় সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দু পাশে যানজটের সৃৃষ্টি হয়। পরে সিনিয়র সাংবাদিকের হস্তেক্ষেপে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।