বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে জেলা প্রশাসনের র‌্যালী

মোঃ আক্কাস রাঙ্গামাটি :
  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১

রাঙামাটি বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের কর্তৃক বর্ণাঢ্য র?্যালীর আয়োজন করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কার্যালয় হতে বিশাল জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র?্যালী বের হয়ে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারী ষ্টেডিয়ামে গিয়ে শেষ করা হয়। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। দেশে এখন আর কোন অভাব নেই। এক সময় দেশের মানুষ না খেয়ে মারা যেত। বর্তমানে কেউ অনহারে অর্ধাহারে নেই। সকল দিক দিয়ে এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। আগামীতে বাংলাদেশকে আর কারও কাছে হাত পাততে হবেনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়াও পাহাড়ে সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সরকার সকল ধরনের উন্নয়নমূখী কাজ করে যাচ্ছে। রাঙামাটিতে আমরা সকল ক্ষেত্রে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। তাই সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসনের র?্যালীতে অংশ গ্রহন করেন, পুলিশ সুপার, জেলা পরিষদ কর্মকর্তাগণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি বেসরকারি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক এনজিও কর্মী, সামরিক বেসামরিক কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com