মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

দেশের ক্রিকেট ফুটবলসহ সকল প্রকার খেলাধুলা নিন্মের দিকে ধাপিত হচ্ছে

বেলায়েত হোসেন লিটন ক্রীড়া বিশ্লেষক
  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১

দেশের ক্রিকেট, ফুটবলসহ সব ধরনের খেলাধুলা  নিন্মের দিকে ধাপিত হচ্ছে। ক্রিকেটে  নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে ও টি-২০ সিরিজ পরাজয় ও হোয়াইট ওয়াস হওয়ার গৌরব অর্জন করেছে বাংলার টাইগাররা। এছাড়া ওঃ ইন্ডিজের  বিপক্ষে টেষ্ট সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশের টাইগাররা। অন্যদিকে নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্টে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ ২-১ গোলের ব্যবধানে। তাছাড়া  বিশ্বকাপ ফুটবলে  প্রাক বাছাই পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। যার সব কয়টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। যার মধ্যে লজ্জাকর হার মানতে বাধ্য হয়েছে কাতারের কাছে। এক সময় পাকিস্তান ও আফগানিস্তানের কোন ফুটবল দলই ছিলোনা তারা ফুটবলে এসেই চমক লাগিয়ে দিচ্ছে পুরো এশিয়াকে। আর বাংলাদেশতো হারছে তাদের কাছে নিয়মিত। এছাড়া  ফুটবলে দুর্বল দলখ্যাত ভূটান, নেপাল, শ্রীলন‹া ও মালদ্বীপ।  তাদের কাছে হারছে বাংলাদেশ নিয়মিত। ক্রিকেটে বোর্ড কর্তাদের সাথে খেলোয়াড়দের ভালো সম্পর্ক যাচ্ছেনা বর্তমানে। বর্তমান ফলাফল  কিছুটা হলেও এই জন্য  দ্বায়ী  বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। তারপরেও ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের কাছে বাংলাদেশ  হারছে প্রতিনিয়তো।  তবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ পোল্যান্ড ও কেনিয়াকে পরাজিত করে শুভসূচনা  করেছে। এছাড়া অন্যান্ন খেলাধুলায়ও তেমন কোন আন্তর্জাতিক সাফল্য অর্জন করতে পারছেনা বাংলাদেশ।  যেমন হকি, জুডো,বাস্কেটবল, ভারোত্তোলন, মুষ্টিযুদ্ধ, রেসলিং ইত্যাদি। সকল বিষয় খেলাধুলায় যদি শুধুই ব্যার্থতা বহন করে তাহলে এতো  টাকা আর দেশের কোটি কোটি ক্রীড়া পাগলদের মন নষ্ট করার কি দরকার ক্রীড়া মন্ত্রণালয়ের। সেক্ষেত্রে এসব খেলাধুলায় আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে অংশ গ্রহন না করাই ভালো বলে দেশের ক্রীড়া বোদ্ধারা মনে করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com