মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

মাঠে আসতে না পেরে দুঃখ পেয়েছেন প্রধানমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

খেলাধুলা প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস মাঠে এসে উদ্বোধন করতে না পারায় দুঃখ পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্ণিল উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে উপস্থিত হয়ে উদ্বোধন করতে পারেননি। এ জন্য তিনি দুঃখ পেয়েছেন।
গণভবন থেকে ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী মাঠে আসতে না পারার দুঃখের কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খেলাধুলা সবসময়ই পছন্দ করি এবং সবসময় নিজে মাঠে উপস্থিত থাকতে চেষ্টা করেছি অতীতে। এবার পারলাম না, এটা আমার জন্য সবচেয়ে দুঃখজনক। তারপরও আমি বলবো, সবার নিরাপত্তার কথা চিন্তা করেই আসিনি। আশা করি, এখন থেকে ৩১ ডিসিপ্লিনে যে খেলাগুলো অনুষ্ঠিত হবে, আপনারা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন।’
খেলাধুলার উন্নয়নকে দেশের উন্নয়নের অংশ হিসেবে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘যে কোনো দেশে প্রতিটি ক্ষেত্রে মানুষকে উন্নতি করতে হলে সবদিকে উন্নতি করা দরকার। খেলাধুলা এটা একান্তভাবে অপরিহার্য। প্রতিটি শিশু থেকে শুরু করে যুবক, তরুণ তাদের জন্য একান্তভাবে অপরিহার্য। খেলাধুলার ক্ষেত্রে জাতির পিতার সবসময় আন্তরিকতা ছিল। তিনি সবসময় খেলাধুলায় উৎসাহ দিতেন, তিনি নিজে খেলতেন। আমার দাদাও খেলতেন, আমার ভাইয়েরাও খেলতেন। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সব ধরনের খেলার প্রতি আমরা নজর দিয়েছি। এর একটা লক্ষ্য আমাদের ছেলে-মেয়েরা সুখী সমৃদ্ধ থাকুক। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম অর্থাৎ খেলার মাঠ করে দিচ্ছি।’
করোনার বর্তমান অবস্থা মোকাবিলা করতে সক্ষম হবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমরা জানি ২০২০ সালে করোনার কারণে একটা সমস্যা দেখা দিয়েছে। আবারও দেখা দিয়েছে। আমরা মনে করি, এ অবস্থা কাটিয়ে উঠতে পারবো। আজকে আমার সবচেয়ে খারাপ লাগছে যে, করোনার কারণে আমি নিজে মাঠে উপস্থিত থেকে সবাইকে দেখতে পারলাম না। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো- এ কথা দিয়েছিলাম। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ। যে কারণে আমি আজকে ভার্চুয়ালি আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com