বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

নগরকান্দায় লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ফরিদপুরের নগরকান্দায়  লকডাউন দেওয়া উপলক্ষে  ব্যাবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করে নগরকান্দা বাজার বণিক সমিতির ব্যবসায়ীরা। এসময় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার সরকারী ঘোষনা অনুযায়ী সারাদেশে লকডাউন দেওয়া হয়। কিন্তু  নগরকান্দা সদর বাজারের সকল ব্যাবসায়ীরা নগরকান্দায় যেন লগডাউন না দেওয়া হয় অথবা ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিদিন বেশি সময় ধরে খোলা রাখার দাবীতে একত্রিত হয়ে ছিলেন। এসময় ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা বিরাজ করছিলো। এবং মিছিল বের করে। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান এর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে উপজেলা হলরুমে নগরকান্দা বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান টিটুরসহ অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান এবং সহকারী কমিশনার ভূমি আহসান মাহমুদ রাসেল এর উপস্থিতিতে সরকারী নিয়ম কানুন মেনেই সকল সিদ্ধান্ত  নেওয়া হয়। এবং স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্বরোপ করা হয়। সকল ব্যাবসায়ীরা সেগুলো মেনে চলার সন্মতি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com