শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি রাসূল (সা.)-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে দৃঢ় শপথবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে—ড. রেজাউল করিম চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান: ফরাসউদ্দিন নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার লিলির পদত্যাগ

গজারিয়ায় জাটকা রক্ষায় অভিযান, ১০০মণ জাটকাসহ ট্রলার জব্দ, আটক ৪

শাহাদাত হোসেন সায়মন গজারিয়ায় :
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১

গজারিয়ায় জাটকা সংরক্ষন-২০২১” উপলক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়,এতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করার অপরাধে মৎস সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী তিন জনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে পাঁচ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয় এ সময় জব্দ করা হয় প্রায় ৪০০০(১০০ মণ)কেজি জাটকা মাছ। শনিবার সকাল ১০ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গজারিয়া নৌ-পুলিশ ও মৎস অফিসের সহযোগিতায় গজারিয়া উপজেলাধীন নয়ানগর সংলগ্ন মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা হয়। এ সময় অপরাধ সংঘটনে জড়িত ১. মোঃ সজিব(৩০) পিতা-মোঃ শাহীন ২. আলী আহাম্মদ(৬২) পিতা-আবু তাহের ৩. আতাউর(৩২), পিতা- নুর মোহাম্মদ বেপারী ৪. জুবায়ের(১৬), পিতা- শাহ আলম সর্বগ্রাম-ষাটনল, পোঃ বাবু বাজার, উপজেলাঃ মতলব উত্তর, জেলাঃ চাঁদপুর কে মোবাইল কোর্ট আইন-২০০৯এর ৬(১)ধারা মোতাবেক মৎস্য সংরক্ষন আইন ১৯৫০এর ৩ ধারায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রলার ও ১০০মণ জাটকা জব্দ করা হয়।সেই সাথে অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিক ১৮৬০এর ১৮৮ধারায় দোষী সাবোস্থ করে ৩ জনকে ০১(এক) বছর বিনাশ্রম কারাদ- ও প্রাপ্ত বয়স্ক না হওয়ার জুবায়ের(১৬)কে ৫০০০/(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।এছাড়াও আজ জোপ/ছোপ উচ্ছেদেও অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়। সার্বিক বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, জাটকা সংরক্ষনে ইতিমধ্যে বিভিন্ন অভিযানে জরিমানা করেও জাটকা নিধন রোধ করা যাচ্ছিল না তাই ইলিশ রক্ষায় এদের কারাদ- প্রদান করা হয়েছে,আশা করি এই পদক্ষেপের ফলে জাটকা ধরা রোধ করা সম্ভব হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com