জাতীয় গণমাধ্যম সপ্তাহ (১-৭ মে) রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবিতে ১২ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট দেশের জেলা ও উপজেলা থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। অনুরূপভাবে ১২ এপ্রিল সোসবার দুপুর সাড়ে ১২ টার সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ’) মহেশখালী উপজেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম সায়েফ, সদস্য সচিব এম রমজান আলী ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাইছার হামিদ এর নেতৃত্বে প্রধানমন্ত্রী বরাবর মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল করিম। স্মারকলিপি প্রদানকালে ‘বিএমএসএফ’ নেতৃবৃন্দরা বলেন, “জাতীয় গণমাধ্যম সপ্তাহ”টি সারাদেশের সক্রীয় সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সপ্তাহ হিসেবে বিশেষ গুরুত্ব পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।