বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

দেশের কৃষক কৃষাণীরা আজ গর্বিত-এস এম শাহজাদা (এমপি)

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

বর্তমান শেখ হাসিনা সরকার দেশের কৃষক কৃষাণীদের কৃষি উপকরণ দিয়ে যে অর্থনৈতিক সম্মৃদ্ধি সাফাল্য অর্জন করেছে, তাতে কৃষক কৃষাণীরা আজ গর্বিত। গতকাল গলাচিপা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ৫টি কম্বাইন হারভেস্টার রিপার ওরাইস যন্ত্র ও ১২টি ইউনিয়নে ১হাজার ৭শত জন কৃষকদের মাঝে খরিপ-১ আউশ প্রণোদনা কর্র্র্মসূচী ২০২১-২২ অর্থ বছরের ধানের বীজ, ডি এম পি, এম ও পি সার বিতরণ অনুষ্ঠানে ডিজিটাল ভার্সুয়াল সংযোগের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য বিধিমেনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং যন্ত্র ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, পটুয়াখালী জেলা কৃষি প্রকৌশলী মো. রবিউল আউয়াল ও প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ভিডিও কনফ্রান্সে কৃষকদের উদ্দেশ্য বলেন, কৃষকরা প্রায় বিনা মূল্যে এই যন্ত্রপাতি, রাসায়নিক সার, কৃষি উপকরণ ও বীজ পেয়ে দেশের অর্থনৈতিক চাঁকা সচল রেখেছে। প্রধানমন্ত্রী কৃষকদের জন্য এই সুবিধা প্রদান করে যাচ্ছে। তিনি আরো বলেন, তার নিজ জনপদের সকল কৃষকদের কৃষি কাজে ও শস্যপন্য উৎপাদনে সরকার সবসময় পাশে রয়েছে। আজ কৃষকরা শস্যপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক কৃষাণীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com