মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

কালীগঞ্জে কোটি টাকা মূল্যের পানের বরজ পুড়ে হলো ছাই

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায়গ্রাম দক্ষিণ মাঠের পানের বরজে আগুন লেগে ১৬জন কৃষকের ২৫ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা বলে জানিয়েছেন ভূক্তভোগী কৃষকেরা। মঙ্গলবার (১৩ এপ্রিল ২১) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে কৃষক পিযুসের ১ বিঘা, রতন সেনের ২ বিঘা, সুধীর সেনের ১০ কাঠা, রবীন সেন এর ১ বিঘা, অনুপ সেনের ১ বিঘা, আনন্দ সেন এর ২৫ কাঠা, কৃষ্ণ সেন এর ১ বিঘা,বাবুল এর ১ বিঘা, রতন দত্তর ১৫ কাঠা, তাপস ১৫ কাঠা, চঞ্জল সেন ১৫ কাঠা,ভাস্কও ১০ কাঠা, রামপদ ১০কাঠা, অসোক দের ১ বিঘা, হারান সেন ১০ কাঠা এবং অমল সেনের ১০ কাঠাসহ প্রায় ২৫ বিঘা জমির পান পুড়ে যায়। উল্লেখ ২০১১-১২ সালে ভয়াবহ অগ্নিকান্ডে একই স্থানে প্রায় ১০০ বিঘা পান বরজ পুড়ে ছাই হয়েছিল। সেই কৃষকেরা আবার দায় দেনা করে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখতে না দেখতে স্বপ্ন ভঙ্গ হল।কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মাঠে আগুন লাগে। এ সময় পান চাষীরা ফায়ার সার্ভিসে খবর দিলে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকার প্রায় ১৬জন কৃষকের ২০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। খরব পেয়ে ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com